NE UpdatesHappeningsBreaking News
আসামে নতুন সংক্রমিত ৮২, চিকিৎসাধীন ২১১১Another 82 infected in Assam, 2111 active cases
১৮ জুন: বৃহস্পতিবার আসামে আরও ৮২ জনের কোভিড টেস্ট রিপোর্ট পজিটিভ এসেছে৷ এর মধ্যে দক্ষিণ আসামের অবশ্য কেউ নেই৷ সবচেয়ে বেশি বাকসা জেলার, ২২ জন৷ কার্বি আংলঙের আছেন ১৪ জন, চিরাঙের ১১, ডিব্রুগড়ের ৯, ধুবড়ির ৭, গোলাঘাটের ৫, শিবসাগর, নগাঁও, বরপেটা ও কামরূপ মেট্রোর ২ জন করে৷ একজন করে বিশ্বনাথ চারিয়ালি, নলবাড়ি, চরাইদেও, তিনসুকিয়া, কোকরাঝাড় ও ধেমাজির৷
তাঁদের নিয়ে মোট পজিটিভ হলেন ৪ হাজার ৭৭৭ জন৷ ২ হাজার ৬৫৪ জন এরই মধ্যে সুস্থ হয়ে উঠেছেন৷ বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ২ হাজার ১১১জন৷
📌Alert ~ 82 #COVID19+
22 Baksa, 14 K'Anglong, 11 Chirang, 9 D'garh, 7 Dhubri, 5 G'ghat, 2 S'sagar, 2 Nagaon, 2 Barpeta, 2 Kamrup(M), 1 B'nath, 1 N'bari, 1 C'deo, 1 T'sukia, 1 K'jhar, 1 D'aji
↗️Total cases 4777
↗️Recovered 2654
↗️Active cases 2111
↗️Deaths 091:40 PM/June 18 pic.twitter.com/s2ItuXgwuk
— Himanta Biswa Sarma (@himantabiswa) June 18, 2020