India & World UpdatesHappeningsBreaking News
লোকসভায় নাগরিকত্ব সংশোধনী বিল পেশ করলেন অমিত শাহAmit Shah tables Citizenship (Amendment) Bill in Lok Sabha
৯ ডিসেম্বর : পূর্ব ঘোষণা মতোই সোমবার লোকসভায় নাগরিকত্ব সংশোধনী বিল পেশ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কিন্তু সংসদে ওই বিল পেশ করা নিয়েই প্রবল আপত্তি জানাল কংগ্রেস, তৃণমূল ও বামেরা। এ দিন বেলা ১২টা নাগাদ লোকসভায় বিলটি পেশ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী বলেন, নাগরিকত্ব সংশোধন বিল পাশ করা দেশের জন্য অপরিহার্য।একইসঙ্গে বিরোধীদের উদ্দেশে অমিত শাহ জানান, ‘প্রস্তাবিত এই বিলকে কোনওভাবেই সংখ্যালঘু বিরোধী বলা যায় না। এই বিল ০.০১ শতাংশও সংখ্যালঘু বিরোধী নয়’। পরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিল নিয়ে সব প্রশ্নের জবাব দিতে আমি প্রস্তুত। শুধু কেউ যেন সভা থেকে ওয়াক আউট না করেন’। কিন্তু সেই যুক্তি শুনতে চাননি বিরোধীরা। বরং লোকসভায় কংগ্রেস নেতা অধীর চৌধুরী, তৃণমূল সাংসদ সৌগত রায়, কংগ্রেস সাংসদ শশী থারুর প্রমুখ।
এ দিন সংসদের অধিবেশন বসার আগেই স্পিকার ওম বিড়লার কাছে নোটিশ পেশ করেন। তাতে তাঁরা দাবি করেন, নাগরিকত্ব সংশোধনী বিল সংসদে পেশ করতেই দেওয়া যাবে না। তারপরেও বিলটি লোকসভায় পেশ করা হয়। সঙ্গে সঙ্গে বিল পেশের বিরোধিতা করে অধীর চৌধুরী বলেন, নাগরিকত্ব বিলটি সংবিধান বিরোধী। সংবিধানের ১৪ ধারায় দেশের সব মানুষের সমানাধিকারের কথা বলা হয়েছে। কিন্তু এই বিলের মাধ্যমে সমাজের একটি সম্প্রদায়কে পৃথকভাবে দেখা হচ্ছে। সমাজে বিভাজন তৈরির চেষ্টা হচ্ছে। তাই এই বিল সংবিধানের মূল দর্শনের বিরোধী। এই বিল কোনওভাবেই সংসদে পেশ করতে দেওয়া যায় না। কমবেশি একই মত জানান, তৃণমূল সাংসদ সৌগত রায়ও।