Barak UpdatesHappeningsBreaking News
মেডিক্যালের মর্গের সব চিকিতসক-কর্মী কোয়রান্টাইনে, পোস্ট মর্টেম বন্ধAll doctors, staff of morgue at Silchar Medical quarantined, post-mortem stopped
১ জুলাই ঃ ডা. অরিনা রাহার শরীরে করোনা সংক্রমণ নিশ্চিত হওয়ায় শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালের ফরেনসিক ল্যাবরেটরির ১৫ চিকিতসক-কর্মীর সবাইকে কোয়রান্টাইনে পাঠানো হয়েছে। ফলে তাঁরা কাজে যোগ না দেওয়া পর্যন্ত মেডিক্যাল কলেজে কোনও পোস্টমর্টেম হবে না। অধ্যক্ষ ডা. বাবুল বেজবরুয়া জানিয়েছেন, বিষয়টি তিনি জেলাশাসককে জানিয়ে দিয়েছেন। জেলাশাসক সরকারের নজরে নিয়ে করিমগঞ্জ বা কাছাকাছি কোনও হাসপাতালে পোস্টমর্টেমের ব্যবস্থা করতে পারেন।
অধ্যক্ষ জানান, আসাম টার্গেটেড সার্ভেল্যান্স প্রোগ্রামে অন্যান্য ডাক্তারদের সঙ্গে মঙ্গলবার ডা. রাহার লালারসও সংগ্রহ করা হয়েছিল। বুধবার তিনি যথারীতি মেডিক্যালে যান। সেখানেই তাঁর পজিটিভ হওয়ার কথা জানতে পারেন। সঙ্গে সঙ্গে তাঁকে কোভিড ওয়ার্ডে ভর্তি করা হয়।