Barak UpdatesHappeningsBreaking News

লকডাউনে মদের দোকান প্ল্যা-কার্ড হাতে প্রতিবাদ এআইডিএসও-র
AIDSO protests for opening liquor shops during lockdown

৬ মে : লকডাউনের ছাড়ের মধ্যে মদের দোকান খোলার সিদ্ধান্তে তীব্র প্রতিবাদ জানাল এআইডিএসও। বুধবার এআইডিএসও’র কাছাড় জেলা কমিটির পক্ষ থেকে লকডাউনে আংশিক ছাড় দেওয়ার সময় মদের দোকান খোলার তীব্র প্রতিবাদ জানিয়ে আসামের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্য স্মারকপত্র প্রদান করা হয়।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, লকডাউনের ফলে গোটা দেশের শ্রমজীবী মানুষ কর্মহীন হয়ে পড়েছেন। তাদের দুমুঠো খাবার জোটানো মুশকিল হয়ে পড়েছে। এ অবস্থায় রাজস্ব সংগ্রহের মিথ্যা অজুহাতে মদের দোকান খুলে দেওয়া অত্যন্ত অন্যায় ও অযৌক্তিক। মদের দোকান খুলে রাজস্ব বৃদ্ধির পন্থা অবলম্বন করার পরিবর্তে প্রধানমন্ত্রীর আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী কালো টাকা উদ্ধার ও বিত্তবানদের অনাদায়ী ঋণ জোর করে আদায় করার জন্য কেন্দ্র সরকারের কাছে দাবি জানাতে মুখ্যমন্ত্রীকে আহ্বান জানায় এআইডিএসও।

সংগঠনের কর্মীরা এ দিন শিলচর উকিলপট্টিতে থাকা জেলা কার্যালয়ের সামনে শারীরিক দুরত্ব বজায় রেখে প্ল্যা-কার্ড হাতে নিয়ে দাবি তুলে ধরে। এই কার্যসূচিতে অংশ নেন এআইডিএসও’র জেলা সম্পাদক গৌরচন্দ্র দাস, কোষাধ্যক্ষ পল্লব ভট্টাচার্য, আপন দাস, তুতন দাস, প্রেমানন্দ দাস প্রমুখ ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker