Barak UpdatesBreaking News
ভাতিজার দায়ের কোপে খুন বৃদ্ধ কাকা
Aged Uncle murdered by nephew

২৬ মার্চ : ফের একটি খুনের ঘটনা ঘটল কাছাড়ে। রাতের অন্ধকারে ধারালো অস্ত্র দিয়ে আক্রমণের ফলে প্রাণ হারালেন এক বৃদ্ধ। কাছাড় জেলার বিহাড়ায় ঘটেছে ঘটনাটি। সোমবার রাতে খুন হওয়া এই বৃদ্ধ হবিবুল এরশাদ। বয়স আনুমানিক ৮০। আহমেদ হোসেন নামের এক ব্যক্তি দা দিয়ে কুপিয়ে বৃদ্ধকে হত্যা করেছে বলে খবর।
স্থানীয় একটি সূত্রে জানা গেছে, আহমেদ সম্পর্কে হবিবুলের ভাতিজা। জমি সংক্রান্ত বিবাদের জেরে এই খুন বলে সন্দেহ করা হচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ। মৃত হবিবুলের দেহ উদ্ধার হলেও নিরাপদে গা ঢাকা দেয় হত্যাকারী। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে।