NE UpdatesHappeningsBreaking News
মণিপুরের পর নাগাল্যান্ডেও লকডাউন ১৫ জুলাই পর্যন্তAfter Manipur, lockdown extended in Nagaland till 15 July
৩০ জুন ঃ করোনা মহামারি ক্রমশ বাড়তে থাকায় এ বার নাগাল্যন্ডেও আগামী ১৫ জুলাই পর্যন্ত লকডাউন বাড়িয়ে দেওয়া হয়েছে। নাগাল্যান্ড ক্যাবিনেটের সিদ্ধান্ত অনুযায়ী লকডাউনের সময়সীমা বাড়ানো হয়েছে। রাজ্যের স্বরাষ্ট্র বিভাগের প্রিন্সিপাল সেক্রেটারি জানান, সোমবার ক্যাবিনেট কমিটির বৈঠকে রাজ্যের কোভিড পরিস্থিতি পর্যালোচনা করা হয়েছে। এরপরই এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে। তিনি বলেন, ইতিমধ্যেই এ সংক্রান্ত এক নির্দেশ জারি করা হয়েছে।
রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী রাজ্যে বর্তমানে মোট আক্রান্তের সংখ্যা ৪৫৯। এর মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২৯১ জন। সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ১৬৮ জন। রাজ্যে এখনও কোন আক্রান্তের মৃত্যুর খবর নেই। রাজ্যের মধ্যে সবথেকে বেশি আক্রান্ত ডিমাপুর জেলায় ১৮৪ জন। আক্রান্তের হিসেবে দ্বিতীয় স্থানে রয়েছে কোহিমা জেলা। এখানে মোট আক্রান্তের সংখ্যা ১১৮। ৮৯ জনের দেহে সংক্রমণ নিয়ে রাজ্যে তৃতীয় স্থানে রয়েছে পেরেন জেলা।