Barak UpdatesHappeningsBreaking News

বরাকের ছাত্র আন্দোলনের ওপর গবেষণালব্ধ গ্রন্থ প্রকাশিত

ওয়েটুবরাক, ৩১ জানুয়ারি : দুই উপত্যকার মধ্যে দীর্ঘকালের ভুল বোঝাবুঝি এবং পরস্পরের প্রতি বৈরী মনোভাবের পেছনে অভিসন্ধি সম্পর্কে ওয়াকিবহাল থাকতে হবে। কারণ, বরাক- ব্রহ্মপুত্রের মধ্যে মেলবন্ধন অত্যন্ত জরুরি। ছাত্রসমাজকে  ভুল পথে চালিত করে একে অপরকে শত্রু ভাবার প্রয়াস রোধ করাও প্রয়োজন। কথাগুলো বললেন যোরহাট কলেজের অধ্যক্ষ, বিশিষ্ট ভাষাতাত্ত্বিক দেবব্রত শর্মা। ঝরঝরে বাংলায় তাঁর ভাষণে জানান, এই উপত্যকার বিভিন্ন আন্দোলন সম্পর্কে তিনি অবগত। উদাহরণ হিসেবে চরগোলা এক্সোডাসের প্রসঙ্গ মনে করিয়ে দেন। বরাকের ছাত্র আন্দোলনের ওপর ত্রিপুরার অক্ষর পাবলিকেশন প্রকাশিত ড. স্বরূপা ভট্টাচার্যের গবেষণালব্ধ গ্রন্থ ‘স্টুডেন্টস মুভমেন্ট ইন দ্য বরাক ভ্যালি’-র উন্মোচন অনুষ্ঠানে রবিবার সন্ধ্যায় বঙ্গভবনে প্রধান অতিথির ভাষণে কথাগুলি বলেন তিনি।

Rananuj

আসাম বিশ্ববিদ্যালয়ের গণ জ্ঞাপন বিভাগের অধ্যাপক চার্বাক বলেন, এখানকার ছাত্রদের আন্দোলন একেবারেই সীমিত পরিসর ও সীমিত বিষয় নিয়ে। তাও এসবে থাকে অন্য কোনও রাজনীতির নেপথ্য ইশারা। প্রসঙ্গক্রমে তিনি ঢাকার শাহবাগ আন্দোলনের ব্যাপ্তির কথা স্মরণ করিয়ে দেন। অতিথি বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ইমাদ উদ্দিন বুলবুল তাঁর ভাষণে ভাষা সংগ্রাম সহ এখানকার ইতিহাস বিকৃতির অপচেষ্টা রোধ করার আহ্বান জানান। বর্তমান সময়কে গ্রাস করে নিচ্ছে মাইক্রো ফ্যাসিজম, এ ব্যাপারে সতর্ক করে দেন আমন্ত্রিত অতিথি বক্তা কবি আকবর আহমদ। সভাপতির ভাষণে অধ্যাপক দিলীপ দে শিক্ষা ব্যবস্থার বেহাল অবস্থার কথা তুলে ধরে এখানকার স্কুল-কলেজে শিক্ষক সঙ্কটের প্রসঙ্গ উত্থাপন করেন। তিনি শিক্ষা বাঁচাতে শিক্ষকদের আন্দোলনে নামার আহ্বান জানান।

শুরুতে প্রকাশক সংস্থার কর্ণধার শুভব্রত দেব বই প্রকাশ অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানান৷  লেখিকা শিলচর গুরুচরণ কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের প্রধান স্বরূপা ভট্টাচার্য জানান, তাঁর বইয়ে ১৯৭৩ থেকে ১৯৯৪ অবধি সময়সীমায় বরাকের ছাত্র আন্দোলনের তথ্য সন্নিবিষ্ট করা হয়েছে। সাতটি পর্যায়ে এটি বিভক্ত।

অতিথিদের হাতে প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে  অনুষ্ঠানের সূচনা হয়৷ উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন কমলেশ ভট্টাচার্য। শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন লেখিকার বাবা, বরাকবঙ্গের প্রাক্তন কেন্দ্রীয় সভাপতি সৌরীন্দ্রকুমার ভট্টাচার্য। পুরো অনুষ্ঠান সঞ্চালন করেন দীপক সেনগুপ্ত।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker