Barak UpdatesHappeningsBreaking News
অমরেন্দ্র ভট্টাচার্যের স্মৃতিচারণ করল আর্য সংস্কৃতি
ওয়েটুবরাক, ২৭ জুলাই : সদ্যপ্রয়াত বিদগ্ধ শিক্ষাবিদ, সংস্কৃত পণ্ডিত অমরেন্দ্র ভট্টাচার্যের প্রতি শ্রদ্ধা জানাতে গত বুধবার আর্য সংস্কৃতি বোধনী সমিতির পক্ষ থেকে তারাপুরে নিজস্ব গৃহে এক স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত হয়৷ বন্দেমাতরম সঙ্গীত ও দীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে সভার সূচনা হয়। তাঁর স্মৃতির উদ্দেশ্যে বক্তব্য রাখেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী, বিশিষ্ট সংস্কৃত প্রশিক্ষক গৌতম চক্রবর্তী, সাংবাদিক উত্তম সাহা, সমিতির সম্পাদক দিব্যেন্দু কর, সদস্য বিপ্লব দেবনাথ, ভক্তি সেন, সমর্পিতা ভট্টাচার্য প্রমুখ। তাঁর অগাধ পাণ্ডিত্যের কথা এবং নারীজাতিকে যে তিনি দেবীরূপে দেখতেন, তাঁদের প্রতি যে তাঁর সম্মান এ সমস্ত কিছুই সবার আলোচনায় উঠে আসে।
বিপ্লব দেবনাথ জানান, অমরেন্দ্র ভট্টাচার্য ছিলেন সমিতির একান্ত শুভানুধ্যায়ী৷ আর্য সংস্কৃতি বোধনী সমিতি, সংগঠনের এই নামটি তিনিই রেখেছিলেন৷ ভক্তি সেন জানান, সংস্কৃত অধ্যাপক হিসাবে অমরেন্দ্র ভট্টাচার্যকে তিনি মহিলা মহাবিদ্যালয়ে নিজের শিক্ষক হিসেবে পেয়েছিলেন৷ আজীবন তিনি শিক্ষক হিসেবে নানা পরামর্শ দিয়েছেন৷ লেখালেখিতে সাহস জুগিয়েছেন তাঁকে৷
উল্লেখ্য, অমরেন্দ্র ভট্টাচার্য গত ২৩ জুলাই রাত ১১টা ৩৫ মিনিটে প্রয়াত হন।