India & World Updates
অভিনন্দন ফ্যাশন! এ বার শাড়িতেও সেই সাহসিকতার কাহিনিAbhinandan Fashion! Now sarees too speaks about that act of bravery
৪ মার্চ : অভিনন্দন জ্বরে এখন কাবু গোটা দেশ। ভারতের বীর সন্তান বায়ুসেনার উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে নিয়ে মজে রয়েছে গোটা দেশ৷ দেশের সীমা ছাড়িয়ে তাঁর সাহসিকতার কথা ছড়িয়ে গিয়েছে বিশ্বের বহু জায়গায়৷ কেউ তাঁর কথাতে আচ্ছন্ন, কেউবা স্টাইলে৷ আবার কেউ পোশাকে ধরে রাখতে চাইছেন উইং কমান্ডারের সাহসিকতাকে৷এমনই দু’একটি ঘটনা এ বার সামনে এল।
সুরাতের এক বস্ত্র ব্যবসায়ী মণীশ আগরওয়াল শাড়িতে প্রিন্ট করালেন অভিনন্দনের ছবি৷ অন্নপূর্ণা ডায়িং মিলে এই শাড়িটি তৈরি হয়৷ উইং কমান্ডারের সাহসিকতার প্রতি শ্রদ্ধাস্বরূপ তিনি এই শাড়িটি তৈরি করেছেন৷ তবে শুধু অভিনন্দনের ছবিই নয়, এম-১৬-এরও ছবি রয়েছে এতে৷ রয়েছে ভারতীয় সেনা থেকে কাশ্মীরের জঙ্গলের ছবিও৷
অন্যদিকে, অভিনন্দনে মুগ্ধ দেশবাসী তাঁর স্টাইলেও কুপোকাত৷ ইতিমধ্যেই অভিনন্দনের গোঁফ বাজিমাত করেছে তরুণদের মধ্যে৷ বেঙ্গালুরুর বাসিন্দা মহম্মদ চান্দ ইতিমধ্যেই অভিনন্দনের স্টাইলেই নিজেকে সাজিয়ে ফেলেছেন৷ সংবাদ সংস্থাকে তিনি জানান, ‘আমি অভিনন্দন বর্তমানের ভক্ত, তাঁকে অনুসরণ করি৷ তাঁর স্টাইল আমার ভালো লাগে৷ তিনি আমার কাছে আসল হিরো, আমি খুশি৷’
প্রসঙ্গত, ভারতের আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ে একটি পাক বিমান৷ যাকে তাড়া করতে গিয়ে অধিকৃত কাশ্মীরের মাটিতে পড়ে ভারতের মিগ বিমান। পাক সেনা বন্দি করে ভারতের উইং কমান্ডার অভিনন্দনকে। তারপর ৫৫ ঘণ্টা চরম উৎকন্ঠায় কাটে ভারতের। অবশেষে শুক্রবার দেশে ফেরেন তিনি। ততক্ষণে দেশজুড়ে সকলের মুখে একটাই নাম অভিনন্দন বর্তমান৷ যার চেহারা, যার কথায় মন্ত্রমুগ্ধ ভারত এবং ভারত ছাড়িয়ে যার সাহসিকতায় পাকিস্তানের অনেকেই প্রশংসায় পঞ্চমুখ৷