Barak Updates
এনআরসিঃ জমিয়ত-আমসুকে ধন্যবাদ
১৩ ডিসেম্বরঃ এনআরসি-ছুটরা যাতে পুনরাবেদনের জন্য যথেষ্ট সময় পান এবং অন্যান্য নথিপত্র পেশ করতে পারেন সেজন্য জমিয়ত উলেমা-ই হিন্দ ও আসাম সংখ্যালঘু ছাত্র সংগঠন ‘আমসু’ সকলের হয়ে সুপ্রিম কোর্টে মামলা লড়ে। ফলে এন-আর-সি’তে বাদ পড়া নাগরিকরা ৩১শে ডিসেম্বর পর্যন্ত কাগজপত্র সংগ্রহ করে পুনরায় আবেদনের সুযোগ পেলেন।
ব্যয়সাধ্য এই মামলা সুপ্রিমকোর্টে লড়ে জাতি, ধর্ম, ভাষা নির্বিশেষে সকলের জন্য চেষ্টা করায় ও তাঁদের অনেকটা স্বস্তিদানের জন্য জমিয়ত ও আমসু কর্মকর্তাদের সক্রিয়পন্থী প্রবীণ নাগরিক মঞ্চের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানানো হয়। শিলচরের বয়স্কদের এই অরাজনৈতিক সংগঠনের উপসভাপতি নীহারেন্দু পুরকায়স্থ ও সাধারণ সম্পাদক দিলীপকুমার দে বলেন, তাঁরা প্রথম থেকেই এন-আর-সি নিয়ে সকল অনসমিয়া জনসাধারণের জন্য সুপ্রিম কোর্টে লড়ে আসছেন।
ব্যয়সাধ্য এই মামলা সুপ্রিমকোর্টে লড়ে জাতি, ধর্ম, ভাষা নির্বিশেষে সকলের জন্য চেষ্টা করায় ও তাঁদের অনেকটা স্বস্তিদানের জন্য জমিয়ত ও আমসু কর্মকর্তাদের সক্রিয়পন্থী প্রবীণ নাগরিক মঞ্চের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানানো হয়। শিলচরের বয়স্কদের এই অরাজনৈতিক সংগঠনের উপসভাপতি নীহারেন্দু পুরকায়স্থ ও সাধারণ সম্পাদক দিলীপকুমার দে বলেন, তাঁরা প্রথম থেকেই এন-আর-সি নিয়ে সকল অনসমিয়া জনসাধারণের জন্য সুপ্রিম কোর্টে লড়ে আসছেন।
English text here