Barak UpdatesHappeningsBreaking News

গুজরাট থেকে অক্সিজেন সিলিন্ডার আসছে হাইলাকান্দিতে, জানিয়েছেন পরিমল
‘Identify hotspots to bring COVID pandemic situation under control’, Minister Suklabaidya to Hailakandi district admin

ওয়েটুবরাক, ১জুন; রাজ্যের বন ও পরিবেশ, আবগারি এবং মৎস্য মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য গ্রামাঞ্চলের কোভিড রোগীদেরকে সরকারি চিকিৎসা ব্যবস্থা গ্রহণের পাশাপাশি টিকাকরনের জন্য সচেতনতা বাড়াতে জনপ্রতিনিধিদের এগিয়ে আসার আবেদন জানিয়েছেন। তিনি মঙ্গলবার হাইলাকান্দি জেলার কোভিড পরিস্থিতি খতিয়ে দেখতে হাইলাকান্দিতে জনপ্রতিনিধি এবং প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে মিলিত হন। তিনি বলেন, গ্রামাঞ্চলে কোভিড আক্রান্ত অনেক রোগীকে পজিটিভ শনাক্ত করতে দেরি হয়ে যায় ৷ ফলে এ ধরণের রোগী থেকে সংক্রমণ ব্যাপক হারে বাড়ার সম্ভাবনা থেকে যায়। তাই সংক্রমণে লাগাম টানতে দ্রুত পজিটিভ শনাক্ত করে সরকারি চিকিৎসা ব্যবস্থায় যাওয়াই কোভিড জটিলতা থেকে মুক্তির উপায় বলে জানান মন্ত্রী।

তিনি বলেন, হাইলাকান্দি জেলায় কোভিড রোগীদের চিকিৎসার বেড খালি রয়েছে । অক্সিজেনেরও কোন অভাব নেই । পাশাপাশি ওষুধপত্র এবং কোভিডের চিকিৎসাসামগ্রীরও কোনও অভাব নেই৷ গুজরাট থেকে ডি টাইপের ৫০টি অক্সিজেন সিলিন্ডার আনানো হচ্ছে। জেলাশাসক রোহন কুমার ঝা জানান, মুখ্যমন্ত্রীর নির্দেশে হাইলাকান্দি শহর এবং জেলার চা বাগানগুলিতে টেস্ট এবং টিকাকরণের ওপর জোর দেওয়া হচ্ছে। সভায় উপস্থিত স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের উদ্দেশ্য করে মন্ত্রী শুক্লবৈদ্য জেলার চিকিৎসালয়গুলিতে চিকিৎসারত কোনও রোগীর অবস্থা শোচনীয় হবার আগে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন।

সভায় জানানো হয়, জেলায় কোভিড চিকিৎসার জন্য ৫০০ বেড রয়েছে৷ পাশাপাশি ১৬৩টি অক্সিজেন সিলিন্ডার রয়েছে। পঁচিশটি অক্সিজেন কনসেনট্রেটর রয়েছে৷ এছাড়া জেলায় কোভিড চিকিৎসার আরও ৮৬০টি বেড তৈরি রাখা হয়েছে। পঞ্চদশ অর্থ কমিশনের থেকে প্রাপ্ত অর্থের ১০ শতাংশ জেলায় কোভিড সংক্রমণ রোধে এবং কোভিড রোগীদের চিকিৎসার জন্য ব্যয় করতেও সভায় জেলাশাসককে বলা হয়। আজকের সভায় জেলার তিন বিধায়ক সুজামউদ্দিন লস্কর, নিজামউদ্দিন চৌধুরী, জাকির হোসেন লস্কর,  ডিডিসি আরকে লস্কর, সমাজকর্মী মুন স্বর্ণকার, মিলন দাস অংশ প্রমুখ নেন।

June 1: Minister for Environment and Forest, Fisheries and Excise, Parimal Suklabaidya asked the Hailakandi district administration to identify the hotspots to prevent further contamination and to step up awareness to bring the COVID-19 situation under control.

Reviewing the COVID-19 pandemic scenario with Deputy Commissioner, SP, representative of MP, MLAs, political representatives, ADCs, COs and officials of concerned departments at Deputy Commissioner’s conference hall here on Tuesday, Minister Suklabaidya said top priority has to be accorded in identifying the areas of contamination and to take remedial measures immediately as the district has a high positivity rate of 5.73℅ much above the state level. “The way out to bring the situation under control is to identify the areas of contamination and take remedial measures forthwith, ” he asserted.

The Minister urged the MLAs to create awareness among the people in their respective constituencies to come forward for vaccine as ‘it is the only way to stay safe from the coronavirus scourge’ and to dispel the wrong notion about vaccine.

Taking stock of the status of ICU coming up in the civil hospital, the Minister expressed strong indignation over the tardy pace of work and directed the Executive Engineer (Building) to expedite the process. “It’s question of life and death and no one can play with the lives of people by dilly-dalllying the setting up of ICU facility”, said Suklabaidya, directing the Deputy Commissioner to monitor the work and to blacklist the contractor over inordinate delay in completing the civil work.

The Minister asked the administration to focus on the tea garden areas and to step up vaccination in the wake of spike in tea garden areas as well as to ensure ration provided by the government. Suklabaidya took stock of oxygen cylinders, vaccines and bed availability in the district and assured of all possible help in case of requirements. He even instructed the Deputy Commissioner to even hire oxygen cylinders from welders if the need arises.

He asked the administration and people’s representatives to persuade those affected with COVID-19 and with co-morbidity to come to hospital for treatment without delay as ‘the fatality rate in the second wave is higher than the first wave’. The Minister asked the District Commissioner and CEO, Zilla Parishad to ensure judicious utilisation of 10% of allocation earmarked by 15th Finance Commission for COVID related expenditure.

Suklabaidya directed the officials of Food, Civil Supplies and Corporate Affairs to ensure that there is no anomaly in distribution of essential commodities through public distribution system during the pandemic times. “No anomaly or pilferage of essential commodities will be tolerated during the pandemic times. Anyone trying to take advantage of the unprecedented situation will be taken to task,” he quipped.

Earlier, Deputy Commissioner, Rohan Jha through a power point presentation gave an overview of the COVID-19 scene, and said there are 400 beds available for COVID patients, 25 oxygen concentrators and 50 ‘D’ type cylinders have been ordered. He said the district accounted for 29 deaths in the second wave and 19 containment zones have been set up together with micro containment zones to arrest the spread of the disease.
Jha informed the Minister that COVID Care Centres have been set up across the district, including tea garden areas. He said though the vaccine stock for 18-44 age group is less, for 45 plus it will last for some days. Jha further apprised the Minister that out of 19 tea gardens in the district, 15 gardens have been covered. 397 COVID afflicted families have been provided ration at the rate of Rs.2, 000, he added.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker