India & World UpdatesHappeningsBreaking News
পশ্চিমবঙ্গে রাত সাতটার পরে নির্বাচনী প্রচার নয়, নয়া নির্দেশিকা কমিশনের
ওয়েটুবরাক, ১৬ এপ্রিলঃ রাত ৭টা থেকে সকাল ১০টা পর্যন্ত পশ্চিমবঙ্গে নির্বাচনী প্রচার করা যাবে না। ওই সময়ে রাজনৈতিক জনসভা বা রোড-শো নিষিদ্ধ করা হয়েছে। আজ (শুক্রবার) সন্ধ্যা থেকেই এই নির্দেশ কার্যকর করল নির্বাচন কমিশন।
কাল শনিবার পশ্চিমবঙ্গে পঞ্চম দফার ভোটগ্রহণ। এর পরেও বাকি থাকবে আরও তিন দফা। কমিশন জানিয়েছে, পঞ্চম দফার মত তাদের ক্ষেত্রেও ভোটগ্রহণের ৭২ ঘণ্টা আগে শেষ হয়ে যাবে প্রচারের সময়সীমা। সাধারণ ভাবে ৪৮ ঘণ্টা আগে শেষ হয় প্রচারপর্ব। পঞ্চম দফা থেকে ভোটগ্রহণের ৭২ ঘণ্টা আগে প্রচার শেষ করার নির্দেশ দিয়েছে কমিশন।
গোটা দেশের সঙ্গে পশ্চিমবঙ্গেও বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় নতুন করে সে রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৯১০ জন। এর মধ্যে কলকাতায় আক্রান্ত ১ হাজার ৮৪৪ এবং উত্তর ২৪ পরগনায় আক্রান্ত ১ হাজার ৫৯২ জন। গত ২৪ ঘণ্টায় রাজ্যে মৃত্যু হয়েছে ২৬ জনের। তার জেরে রাজ্যে মোট মৃতের সংখ্যা এখন ১০ হাজার ৫০৬ জন। গত ২৪ ঘণ্টায় কলকাতায় ৯ এবং উত্তর ২৪ পরগনায় ৭ জনের মৃত্যু হয়েছে।
আগামী দফাগুলিতে যে সব জায়গায় ভোটগ্রহণ রয়েছে সেখানেও করোনায আক্রান্তদের বৃদ্ধির সংখ্যা রীতিমতো উদ্বেগজনক। এই পরিস্থিতিতে শেষ ৩ দফার ভোটগ্রহণ একসঙ্গে করার দাবিও উঠেছিল। যদিও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে সমস্যার কথা মাথায় রেখে সেই সম্ভাবনা উড়িয়ে দেয় নির্বাচন কমিশন। শুক্রবার একটি সর্বদল বৈঠকও করে কমিশন। সেখানে অবশ্য নতুন কোনও সিদ্ধান্তের কথা জানানো হয়নি। তবে দুপুরের বৈঠকে হাজির সব রাজনৈতিক দলের প্রতিনিধিদের কঠোর ভাবে কোভিড বিধি মেনে চলার বার্তা দেওয়া হয়। এর পরেই সন্ধ্যায় দিল্লি থেকে প্রচারের সময় কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত জানাল কমিশন।