Barak UpdatesHappeningsBreaking News
মানুষ কতটা আমাকে ভালবাসেন, সেটাই দেখব : দিলীপ পাল
১০ মার্চ : দীর্ঘ ৩৭ বছরের গাটছড়া ছিন্ন করে বুধবার দুপুরে দল ছাড়লেন শিলচরের বিজেপি বিধায়ক দিলীপ কুমার পাল। এ দিন দুপুর দুটো ৪০ মিনিটে তাঁর পদত্যাগপত্র সর্বভারতীয়, রাজ্য ও জেলা সভাপতির কাছে পাঠিয়ে দেন তিনি। এ দিন বিধায়কের সঙ্গে জেলা, ব্লক ও মণ্ডল স্তরের বহু কর্মী ও কর্মকর্তাও দল ছেড়েছেন।
বুধবার সাংবাদিক বৈঠকে তিনি শিলচর আসনে নির্দল প্রার্থী হয়ে ভোট লড়ার কথা যেমন জানিয়েছেন, তেমনি বর্তমান বিজেপি নেতৃত্বের দিকেও আঙুল তুলেছেন। অবশ্য এ সব থেকে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়ালকে আলাদাই রেখেছেন তিনি। বলেন, মুখ্যমন্ত্রী অত্যন্ত সজ্জন লোক। কিন্তু আজ আমি বুঝতে পারছি, দলে তিনি কতটা অসহায়। একটা লবি নিজেদের ইচ্ছেমতো টিকিট দিচ্ছে।
Video Credit: Bartalipi
দিলীপ বলেন, আমাকে বিজেপি টিকিট দেয়নি, তারজন্য খারাপ পাইনি। কিন্তু যে প্রক্রিয়ায় আমার টিকিট বাতিল করেছে, তা কোনওভাবেই মেনে নিতে পারি না। তিনমাস আগে প্রদেশ সভাপতি বলেছিলেন, তোমার মনোনয়ন পাকা। কিন্তু এখন ভোটের আগে সাংসদ রাজদীপ রায় বলেছেন, আমার নাকি গ্রহণযোগ্যতা নেই। আমাকে টিকিট দিলে দল হারবে। ফলে আমি এ বার দেখতে চাই, জনগণ আমাকে প্রত্যাখ্যাত করেছেন কি না, অথবা জনগণ এখনও আমাকে ভালবাসেন কি না।