Barak UpdatesBreaking News

শিলচরে মন কি বাতের প্রদর্শনী মঞ্চই শেষমেশ বিজেপির প্রচার সভা

২৫ নভেম্বর : পঞ্চাশতম মন কি বাতে দেশবাসীর উদ্দেশে প্রধানমন্ত্রী বলেছেন, এই প্ল্যাটফর্ম রাজনীতির নয়। এখানে রাজনীতি কোনওভাবেই যাতে আসতে না পারে তার চেষ্টা তিনি শুরু থেকেই করে গেছেন। কিন্তু মন কি বাত উপলক্ষে শিলচরে এক সভার আয়োজন করে সেটি কার্যত রাজনীতির মঞ্চই তৈরি করে নিলেন বিজেপি নেতারা। আর এই সভা থেকেই দলীয় প্রার্থীর প্রচারে বিজেপি নেতারা একে একে বক্তব্য রেখেছেন।

প্রতি মাসের শেষ রবিবার মন কি বাত অনুষ্ঠানের মাধ্যমে দেশবাসীর উদ্দেশে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সে অনুযায়ী এ দিন ছিল নভেম্বর মাসের মন কি বাত। শিলচরের বিধায়ক দিলীপ কুমার পাল প্রধানমন্ত্রীর বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে তপোবন নগরের কীর্তনিয়া মাঠে এক সভার আয়োজন করেন। নিশ্চয়ই ভাল উদ্যোগ। প্রায় হাজার চারেক মানুষও এতে উপস্থিত ছিলেন। কিন্তু মন কি বাত শেষ হতেই সভাটি পুরোপুরি নির্বাচনী প্রচার সভায় পরিবর্তিত হয়ে যায়।

একটি সূত্রে জানা গেছে, এই সভায় যোগদানের জন্য আগে থেকেই উপস্থিত ছিলেন পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী জেলা পরিষদ সদস্য, গ্রাম পঞ্চায়েত সভাপতি, আঞ্চলিক পঞ্চায়েত সদস্য ও বিভিন্ন গ্রূপ মেম্বাররা। বিভিন্ন বক্তা বিজেপি প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করার আহবান জানান। এ দিন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক দিলীপ কুমার পাল বলেন, বিজেপি উন্নয়নে বিশ্বাসী। এই দল উন্নয়ন করার ক্ষমতা রাখে। কংগ্রেসের সমালোচনা করে তিনি বলেন, এই দলটির ক্ষেত্রে নীতি নিয়মের কোনও বালাই নেই। বিধায়ক বলেন, কংগ্রেস উন্নয়নের সুযোগ পেয়েও করেনি। নয়তো গত ২৭ বছর ধরে জেলা পরিষদ, মহকুমা পরিষদ কংগ্রেসের দখলে থাকা সত্ত্বেও উন্নয়ন হয়নি।

নাগরিকত্ব বিলের প্রসঙ্গে দিলীপবাবু একই কথা আউড়েছেন। তিনি বলেন, বিজেপি এই বিল পাস করাতে বদ্ধপরিকর রয়েছে। কিন্তু কংগ্রেস সহ অন্য রাজনৈতিক দল যেভাবে এই বিলের বিরোধিতা করছে, তাতে তিনি আক্ষেপ ব্যক্ত করেন। এদিন সভায় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কবীন্দ্র পুরকায়স্থ, প্রাক্তন বিজেপি জেলা সভাপতি উদয় শংকর গোস্বামী প্রমুখ উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker