Barak UpdatesSportsBreaking News
ঋষিকেশ-শেফালিকণা ক্রীড়া প্রতিযোগিতা: দ্বিতীয় দিনে প্রচুর পুরস্কার জিতল ইভিনিং ক্লাব, গ্রিনভ্যালি
ওয়েটুবরাক, ২৩ ফেব্রুয়ারি: শিলচর জেলা ক্রীড়া সংস্থা পরিচালিত ঋষিকেশ-শেফালিকণা স্মৃতি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় আজ মঙ্গলবার যে সব ফল চূড়ান্ত হয়েছে:
- ৪০০ মিটার ( পুরুষ ) প্রথম – আদিত্য সিংহ, (ইভিনিং ক্লাব ), দ্বিতীয়- জীতেন্দ্র সিংহ, তৃতীয় – বিষ্ণু সিংহ (ইভিনিং ক্লাব )।
- ৪০০ মিটার ( মহিলা ) প্রথম – ঝুমা দাস (ইভিনিং ক্লাব ), দ্বিতীয় – আনোয়ারা বেগম লস্কর (ইভিনিং ক্লাব ),তৃতীয় – নিপারানি নাথ( ইভিনিং ক্লাব )।
- ৪০০ মিটার ( অনূর্ধ্ব ১৩ গার্লস ) প্রথম – তমান্না ইয়াসমিন লস্কর (গ্রিনভ্যালি), দ্বিতীয়- উষা গড় (অরুণাচল এস এস), তৃতীয় – আদ্রিজা চৌধুরী (সেন্ট ক্যাপিটানিয়)।
- ৪০০ মিটার (অনূর্ধ্ব ১৬ বয়েজ): প্রথম – প্রতাপ মির্ধা (গ্রিনভ্যালি), দ্বিতীয় – সাহেদ আখতার লস্কর , তৃতীয় – নজিহাম রিয়াং ( এস সি দেব বিদ্যাপীঠ )।
- ৪০০ মিটার (অনূর্ধ্ব ১৬ গার্লস ) প্রথম – প্রিয়া সিংহ ( গ্রিনভ্যালি), দ্বিতীয় – কুটন গড় (অরুণাচল এস এস), তৃতীয় – অমিতা ইয়াসমিন লস্কর (গ্রিনভ্যালি)।
- ৪০০ মিটার ( অনূর্ধ্ব ১৩ বয়েজ) প্রথম – রুদ্র সিংহ ( প্রণবানন্দ বিদ্যামন্দির ), দ্বিতীয় – সর্বজিৎ কর্মকার ( কেভি ধলছড়া), তৃতীয় – মিঠু সিংহ (লক্ষীচরণ এইচ এস)।
- লংজাম্প ( পুরুষ ): প্রথম – কে রবীন্দ্র সিংহ (ইভিনিং ক্লাব ), দ্বিতীয় – রোহিত মালাকার (অরুণাচল এস এস), তৃতীয় – শিবশঙ্কর নুনিয়া (অরুণাচল এস এস)।
- জেভলিন থ্রো ( অনূর্ধ্ব ১৬ গার্লস ): প্রথম – প্রিয়া সিংহ ( গ্রিনভ্যালি), দ্বিতীয় – কুটন গড় ( অরুণাচল এস এস), তৃতীয় – উষা গড় (অরুণাচল এস এস)।
- ট্রপল জাম্প (অনুর্ধ্ব ১৬ বয়েজ) প্রথম – গৌরব সিনহা ( গ্রিনভ্যালি), দ্বিতীয় – সাহেদ আখতার ( এনজি সোনাই ), তৃতীয় – মনোহর মুরা (গভর্নমেন্ট বয়েজ )।
- লংজাম্প (অনূর্ধ্ব ১৩ গার্লস ) প্রথম – উষা গড় (অরুণাচল এসএস), দ্বিতীয় – গীতালি শর্মা (প্রণবানন্দ বিদ্যামন্দির)। তৃতীয় – স্টারমিন আখতার আহমেদ ( এনজি সোনাই )।
- ৮০০ মিটার ( পুরুষ ) প্রথম – কে আদিত্য সিংহ (ইভিনিং ক্লাব ), দ্বিতীয় – ডব্লু চিঙ্গুথাবা সিংহ (ইভিনিং ক্লাব ), তৃতীয় – রোহিত মালাকার (অরুণাচল এসএস)।
- ৮০০ মিটার ( মহিলা ) প্রথম- কুটন গড় (অরুণাচল এস এস)। দ্বিতীয় – সীমা নুনিয়া (অরুণাচল এস এস), তৃতীয় – টিএইচ . রেশমী দেবী ( টাউন ক্লাব)৷
- জেভলিন থ্রো (অনূর্ধ্ব ১৬ বয়েজ) প্রথম – নাজির আহমেদ (মডেল এইচ এস, সিঙ্গেরবন্দ), দ্বিতীয় -ধনরাম রিয়াং (এসসি দেব বিদ্যাপীঠ ), তৃতীয় – বিক্রম সিনহা ( জেআর এইচ এস)।
- লংজাম্প (মহিলা )প্রথম – সালু বেগম (ইভিনিং ক্লাব ), দ্বিতীয় – ঝুমা দাস(ইভিনিং ক্লাব ), তৃতীয় – মমতা দাস (টাউন )।
- হাই জাম্প ( পুরুষ ): প্রথম – কে রবীন্দ্র সিংহ (ইভিনিং ক্লাব ) দ্বিতীয় – সাহিল হুসেন (ইভিনিং ক্লাব ), তৃতীয় – নাঙথৈবা সিংহ (ইভিনিং ক্লাব )।
- লংজাম্প (অনূর্ধ্ব ১৩ বয়েজ) প্রথম – সর্বজিত কর্মকার (কেভি ধলছড়া), দ্বিতীয় – সত্যজিত (ডলু হাই স্কুল ),তৃতীয় – সুরজ সিনহা (লক্ষ্মীচরণ)।
- হাইজাম্প (অনূর্ধ্ব ১৬ বয়েজ ) প্রথম – মনোহর মুড়া(গভ: বয়েজ ), দ্বিতীয় -সিপন উরাং (এসসি দেব বিদ্যাপীঠ )।
- ৮০০ মিটার (অনূর্ধ্ব ১৬ বয়েজ ): প্রথম – প্রতাপ মির্ধা (গ্রিনভ্যালি), দ্বিতীয় – সাহিদ আখতার লস্কর (মইনুল হক), তৃতীয় – গৌরব সিনহা ( গ্রিনভ্যালি)।
- ৮০০ মিটার (অনূর্ধ্ব ১৬ গার্লস ) প্রথম – অমিতা ইয়াসমিন লস্কর (গ্রিনভ্যালি), দ্বিতীয় – টি এইচ রেশমী দেবী(টাউন ক্লাব ), তৃতীয় – হেমবতী গড় (অরুণাচল এসএস)।
- ট্রিপল জাম্প (পুরুষ ) প্রথম – কে রবীন্দ্র সিংহ ( ইভিনিং ক্লাব ), দ্বিতীয় -গৌরব সিনহা (গ্রিনভ্যালি), তৃতীয় – সাহিল হুসেন (ইভিনিং ক্লাব)।
- ৪×৪০০ রিলে (অনূর্ধ্ব ১৬ গার্লস ) প্রথম – লক্ষ্মীচরণ এইচ এস, দ্বিতীয় – বলেশ্বর এইচ এস স্কুল, তৃতীয় – তারাপুর গার্লস ।
- ৪×৪০০ (মহিলা ) প্রথম – ইভিনিং ক্লাব দ্বিতীয় – গ্রিনভ্যালি তৃতীয় – ইভিনিং ক্লাব (এ)৷