Barak UpdatesHappeningsBreaking News
মেডিক্যালে চারদিনে তিন করোনা আক্রান্তের মৃত্যু, উদ্বেগ3 deaths in 4 consecutive days at SMCH
৭ ডিসেম্বরঃ সোমবারও শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে একজন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। তিনি হলেন করিমগঞ্জ জেলার বদরপুরের মীনারানি দেবী। বয়স ৭০ বছর। মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. ভাস্কর গুপ্ত জানিয়েছেন, তিনি প্রথমে করোনায় সংক্রমিত হয়ে শিলচরের ভ্যালি নার্সিং হোমের কোভিড কেয়ার সেন্টারে ভর্তি হয়েছিলেন। অবস্থা সঙ্কটজনক হয়ে পড়লে গত ১ ডিসেম্বর তাঁকে মেডিক্যালে পাঠানো হয়। সোজা সে দিন আইসিইউ-তে ঢোকানো হয়। কিন্তু সুস্থ করে তোলা যায়নি। সোমবার ভোর পাঁচটায় তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। ভাস্করবাবুর কথায়, মীনাদেবীর নিউমোনিয়া, ডায়াবেটিস, কিডনির সমস্যা, হাইপারটেনশনের মত নানা সমস্যা ছিল। তাই ডেথ অডিট বোর্ড তাঁর মৃত্যুকে নন-কোভি়ড ডেথ বলে জানিয়েছে।
নাগাড়ে ২০ দিন কোভিডে আক্রান্ত হয়ে মেডিক্যাল কলেজে মৃত্যুর ঘটনা শূন্যে আটকেছিল। শুক্রবার শুক্লা দস্তিদারের মৃত্যু হয়। শনিবার কেউ মারা যাননি। কিন্তু রবিবার প্রাণ হারান রেণু মাল। এর পর সোমবার মারা গেলেন মীনারানি দেবী। চারদিনে তিন করোনা আক্রান্তের মৃত্যুর ঘটনা সাধারণ জনতাকে উদ্বেগে রেখেছে। সবার দুশ্চিন্তা, কোভিড আবার আগের চেহারায় ফিরে আসছে না তো!