NE UpdatesBarak UpdatesHappeningsBreaking News
চোখে ভাসছে সেই হাসিমাখা মুখ, লিখেছেন কালীপদ দাস
মাত্র এক বৎসর পূর্বে যে মানুষটি বলেছিলেন “How are you, keep continue your good work”, আজ তিনি আর আমাদের মধ্যে নেই৷ আজ গুয়াহাটি নবগ্রহ শ্মশানে যখন তাঁর অন্ত্যেষ্টির প্রস্তুতি চলছে, তখন বারবার মনে পড়ছে তাঁর কথা৷ চোখের সামনে ভেসে উঠছে তাঁর সেই হাসিমাখা মুখখানা৷ আর কানে বাজছে সেই কথা, “How are you, keep continue your good work” ৷
সুপরিচিত হাসি মুখে গুয়াহাটিতে জিএমসির অডিটোরিয়াম ভর্তি ছাত্রদের দিকে হাত নাড়িয়ে উপস্থিত হয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী, বিধায়ক তরুণ গগৈ৷ সহজ সরল ভাবে দিয়েছিলেন মূল্যবান নানা উপদেশ I আজ সবটাই যেন হয়ে গেলো ইতিহাস ! গুয়াহাটির এক বিশিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান অসমের বিশিষ্ট শিক্ষকদের সম্মান জানিয়েছিল, ২০১৯ এর ১৪ই নভেম্বর I
আমিও সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলামI মুখ্য অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তিনি I তখনই বুঝতে পেরেছিলাম, তাঁর শরীর খুব একটা ভালো নেই I চেয়ারে বসতেই যেন অস্বস্তি বোধ করছিলেন৷ তবুও কাউকে কিছু বুঝতে দেননি I সুমিষ্ঠ হাসি নিয়ে অভ্যর্থনা গ্রহণ করছিলেন৷ পরে অনেক্ষণ পড়ুয়াদের সঙ্গে মত বিনিময় করেন I ভাবতে পারিনি, এটাই তাঁর সঙ্গে আমার শেষ সাক্ষাৎ৷ মনের গভীরে আজ সে দিনেরই প্রতিটি মুহূর্ত ভেসে উঠছে I
(লেখক কালীপদ দাস রামানুজ গুপ্ত জুনিয়র কলেজের সহকারী অধ্যাপক)