NE UpdatesHappeningsBreaking News

এসআই কেলেঙ্কারিতে ধৃত আরও ১
Assam Police SI Scam, 1 more arrested

২১ নভেম্বর: এসআই প্রশ্নফাঁস কেলেঙ্কারি মামলায় আরও একজনকে গ্রেফতার করল সিআইডি৷ ধৃত কুমুদ কলিতা অনেকদিন ধরে পালিয়ে বেড়াচ্ছিল৷ তাকে শুয়ালকুচির বামুন্দি থেকে ধরে আনা হয়েছে৷ সিআইডি সূত্রে জানা গিয়েছে, কুমুদ কলিতা একটি সংস্কৃত টোলের শিক্ষক৷ বহু এসআই পরীক্ষার্থীর কাছ থেকে লক্ষ লক্ষ টাকা সংগ্রহের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে৷ এর আগে ধৃত কুশল দাসকে জিজ্ঞাসাবাদ করেই কুমুদের সন্ধান মেলে৷ এ নিয়ে এই মামলায় প্রাক্তন ডিআইজি পিকে দত্ত, প্রাক্তন বিজেপি নেতা দিবন ডেকা সহ ২৪ জন ধরা পড়লেন৷

Rananuj

শুক্রবার মোট ছয়জন জামিনের আবেদন করেছিলেন৷ এর মধ্যে দুটি রয়েছে অগ্রিম জামিনের আবেদন৷ হাইকোর্ট সবকটি আবেদন নাকচ করে দেয়৷ ধৃতদের মধ্যে জামিনের আবেদন জানিয়েছিলেন কুশল দাস, তারিণীকান্ত বণিক্য, দেবরাজ দাস ও সঞ্জীব শর্মা৷ আগাম জামিনের আর্জি জানিয়েছিলেন অঙ্কুজিত বরুয়া ও মিতুলজ্যোতি শান্ডিল্য৷ বিচারপতি রুমিকুমারী ফুকন কোনও আবেদন মঞ্জুর করেননি৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker