Barak UpdatesHappeningsBreaking News

প্রাণ ফিরে পেল শিলচর রেলস্টেশন, ট্রেন রওয়ানা তিরুবনন্তপুরমের উদ্দেশে

৮ অক্টোবরঃ শিলচর থেকে শেষ ট্রেন গিয়েছিল ২১ মার্চ৷ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস৷ সাতমাস পরে বৃহস্পতিবার যাত্রী নিয়ে আবারও ট্রেন রওয়ানা হল৷ এ দিন গেল তিরুবনন্তপুরম এক্সপ্রেস৷ ৪৮১ জন যাত্রী নিয়ে ০২৫০০৮ স্পেশাল ট্রেন রওয়ানা হয়েছে তিরুবনন্তপুরমের উদ্দেশে৷ কোভিড বিধি মেনে ট্রেন চালাতে নানা জটিলতা থাকলেও ট্রেন একেবারে নির্দিষ্ট সময়ে অর্থাত রাত ৮টা ১০ মিনিটেই শিলচর ছেড়েছে৷

শিলচর রেলস্টেশন সূত্রে জানা গিয়েছে, বিকেল ৫টায় যাত্রীদের থার্মাল স্ক্রিনিং শুরু হয়৷ সাড়ে ৭টায় এ সংক্রান্ত যাবতীয় কাজকর্ম শেষ করে নেন স্বাস্থ্যকর্মীরা৷ নির্দিষ্ট সময়ের মধ্যে সব যাত্রী থার্মাল স্ক্রিনিং করিয়ে নেন৷ কারও শরীরে পজিটিভ হওয়ার লক্ষণ ধরা পড়েনি৷ যাত্রীদের মধ্যে এসি কামরায় যান ১১৬ জন, স্লিপারে ৩২৬ এবং চেয়ার কারে যান ৩৯ জন৷ রবিবার রাত ১০টা ২৫ মিনিটে তাদের তিরুবনন্তপুরমে পৌঁছার কথা৷ ওইদিক থেকে শিলচরের উদ্দেশে রওয়ানা হবে ১৩ অক্টোবর বিকেল ৪টা ৫৫ মিনিটে৷ পৌঁছাবে ১৬ অক্টোবর রাত ৭টায়৷

রেলের সূত্রটি জানান, এই সময়ে সাপ্তাহিক একটি ট্রেনের রওয়ানা হওয়া এবং একটি ট্রেনের শিলচর পৌঁছারই সূচি রয়েছে৷ অন্য কোনও ট্রেনের ব্যাপারে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker