Barak UpdatesHappeningsBreaking News
সহকর্মীকে ঘুসি, ধৃত রিসার্চ সায়েন্টিস্ট, চাকরি থেকে বরখাস্তResearch Scientist of SMCH arrested for assaulting colleague, dismissed from job
ওয়েটুবরাক, ৮ সেপ্টেম্বর : সহকর্মীকে পিটিয়ে গ্রেফতার হলেন শিলচর মেডিক্যাল কলেজের পিএম কেয়ারস ল্যাবের রিসার্চ সায়েন্টিস্ট সুপ্রতীক রায়। কলেজের তদন্ত কমিটির রিপোর্টে দোষী সাব্যস্ত হওয়ায় তাঁকে চাকরি থেকেও বরখাস্ত করা হয়েছে।
ঘটনা ২ সেপ্টেম্বরের। ল্যাবরেটরি টেকনিশিয়ান ফুজাইল ইসলাম মাঝারভুইয়ার সঙ্গে তাঁর ঝগড়া বাঁধে। উত্তপ্ত বাক্য বিনিময়ের মধ্যে সুপ্রতীক ঘুসি মারে বলে অভিযোগ। তাতে ফুজাইলের চোয়াল ফেটে যায়। দাঁত বেরিয়ে আসে। তিনি এখনও মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন। ফুজাইলের বাবা ফকরুল ইসলাম মাঝারভুইয়া থানায় এজাহার দেন। পুলিশ সোমবার রাতে সুপ্রতীককে গ্রেফতার করে। আদালতের নির্দেশে মঙ্গলবার তাকে জেলে পাঠানো হয়৷
মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ জানিয়েছেন, মারামারির ঘটনা জেনেই তাঁরা তদন্ত কমিটি গঠন করেন। ওই কমিটির রিপোর্টে সুপ্রতীককে দোষী বলে চিহ্নিত করা হয়েছে। তাই তাঁকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। সুপ্রতীক ও ফুজাইল দুজনই ঠিকা ভিত্তিতে নিযুক্ত। কোভিড সংক্রান্ত আরটিপিসিআর রিপোর্ট তৈরির কাজ করতেন সুপ্রতীক। তাঁর চাকরি খারিজে ওই কাজ বিঘ্নিত হবে না বলেই জানিয়েছেন কর্তৃপক্ষ।