NE UpdatesHappeningsBreaking News
করোনা আক্রান্তদের খবর নিতে গিয়ে কোয়রান্টিনে ত্রিপুরার বিধায়ক
৩ আগস্ট: করোনায় আক্রান্তরা আগরতলার ভগৎ সিং আবাস কোভিড কেয়ার সেন্টার নিয়ে একের পর এক অভিযোগ তুলে চলেছেন৷ পরিস্থিতি সরেজমিনে দেখতে গিয়ে এ বার কোয়রান্টিন হতে হল বিধায়ক সুদীপ রায়বর্মনকে৷ রবিবার দুপুরে তিনি ওই সেন্টারে যান সুদীপবাবু৷ আরেক বিধায়ক আশিস সাহা সঙ্গে থাকলেও সুদীপবাবু একা পিপিই কিট পরে একেবারে ভেতরে ঢুকে পড়েন৷
রাতে জেলাশাসক জানিয়ে দেন, তিনি যেহেতু পজিটিভদের সঙ্গে কথা বলেছেন, তাই তাঁকে ৭ দিন সরকারি কোয়রান্টিনে কাটাতে হবে৷ পরে ৭দিন বাড়িতে কোয়রান্টিন থাকতে হবে৷
তবে বিধায়ক তথা প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী রায়বর্মন জানিয়েছেন, তিনি কোনও নির্দেশ পাননি৷ পেলেও কোয়রান্টিনে যাবেন না৷ কারণ পিপিই কিট পরে গেলে কোয়রান্টিনে যাওয়ার প্রয়োজন পড়ে না৷