HappeningsBreaking News
গ্যাস কোম্পানির চেয়ারম্যান নিযুক্তি ঘিরে দ্বন্দ্ব, ইস্তফা দিতে চান বিজেপি বিধায়ক
২৩ অক্টোবরঃ আসাম গ্যাস কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান নিযুক্তি ঘিরে বিজেপির অন্তর্দ্বন্দ্ব বাইরে চলে এসেছে। সোমবারই মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল রাজ্যের বিভিন্ন সরকারি, আধা সরকারি কোম্পানি-করপোরেশনের চেয়ারম্যান পদে নিযুক্তি দেন। এর মধ্যে আসাম গ্যাস কোম্পানি লিমিটেড। বিজেপি নেতা বলিন চেতিয়াকে এর চেয়ারম্যান করা হয়েছে। তাতেই ক্ষুব্ধ হয়ে উঠেছেন দুলিয়াজানের শাসকদলীয় বিধায়ক তেরছ গোয়ালা। তিনি মঙ্গলবার সকালেই মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের কাছে তাঁর পদত্যাগ পত্র পাঠিয়ে দিয়েছেন। দলের সমস্ত দায়িত্ব থেকেও অব্যাহতি চেয়েছেন তিনি।
বিধায়ক গোয়ালা বলেন, তিনি আশা করেছিলেন, অন্তত এই পদে নিযুক্তির আগে তাঁর সঙ্গে পরামর্শ করা হবে। কিন্তু জানানো পর্যন্ত হয়নি। তাই তিনি স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে বিধায়ক পদে ইস্তফার সিদ্ধান্ত নিয়েছেন। দলের অনুমতি মিললেই তিনি স্পিকারের সঙ্গে দেখা করে তাঁর পদত্যাগপত্র তুলে দেবেন।
English text here