India & World UpdatesHappenings
পুজোর সতর্কতা, নিয়ম বেঁধে দিল পশ্চিমবঙ্গ সরকার
১৯ জুলাই: করোনা মহামারির প্রচণ্ড প্রভাবের মধ্যেই দেবীবন্দনা নিয়ে প্রস্তুতি শুরু হয়ে গেছে পশ্চিমবঙ্গে। তবে পুজো আয়োজনের পাশাপাশি গুরুত্ব দেওয়া হচ্ছে স্বাস্থ্য সুরক্ষার দিকেও। আসন্ন দুর্গাপূজায় করোনা সতর্কতা প্রসঙ্গে পুজো কমিটিগুলিকে কোন কোন দিকে সতর্ক দৃষ্টি রাখতে লাগবে, তার একটি তালিকা ইতিমধ্যে মুখ্যমন্ত্রীর দফতর থেকে প্রস্তুত করা হয়েছে। পশ্চিমবঙ্গের ‘ফোরাম ফোর দুর্গোৎসব’কেও জানানো হয়েছে এব্যাপারে । ৩৫০ পূজা কমিটি রয়েছে এই সম্মিলিত মঞ্চে।
মুখ্যমন্ত্রীর দফতরের এক সূত্র জানিয়েছেন, পুজোতে ভাইরাস সংক্রমণ রুখতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তালিকায় বেশ কয়েকটি নিয়ম বেঁধে দেওয়া হয়েছে। তার মধ্যে রয়েছে, মণ্ডপে একই সময়ে ২৫ জনের বেশি প্রতিমা দর্শনে ঢুকতে পারবেন না। বজায় রাখতে হবে সামাজিক দূরত্ব। প্রত্যেককে মাস্ক ব্যবহার করতে হবে। হাত একটু পর পর স্যানিটাইজ করতে হবে। মণ্ডপেও ব্যবস্থা থাকতে হবে হাত ধোয়ার। তাছাড়া, এমনভাবে মণ্ডপ তৈরি করতে হবে, যাতে করে দূর থেকেই প্রতিমা দর্শন করতে পারেন দর্শনার্থীরা।
সূত্র আরও জানিয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করোনাকালে স্বাস্থ্যসতর্কতার সঙ্গে পুজো আয়োজনের নির্দেশ দেওয়ার পরই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রতিটি পূজা কমিটির কাছে এই নির্দেশিকা পাঠানো হবে। এদিকে, করোনা আতঙ্ককে উপেক্ষা করেও ঐতিহ্যবাহী এই বার্ষিক শারদীয় উৎসব আয়োজনে সরকারের এই উদ্যোগের প্রশংসা করেছেন বিভিন্ন কমিটির কর্মকর্তারা। নতুন উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে পূজাপ্রেমীদের মনেও।