Barak UpdatesHappeningsBreaking News
পীযূষ দাসের স্মৃতিতে রেলস্টেশনে খাবার দিল নেতাজি ছাত্র-যুব সংস্থা
৯ জুন: গৃহহীন ৭০ জন মানুষকে পেটপুরে খাওয়ালো নেতাজি ছাত্র যুবসংস্থা। সোমবার শিলচর রেল স্টেশনে গিয়ে এই দুস্থদের হাতে খাবার তুলে দেন সংস্থার সদস্যরা। উপলক্ষ ছিল নেতাজি ছাত্র যুব সংস্থার অন্যতম কর্মকর্তা বিশিষ্ট সাংবাদিক প্রয়াত পীযূষ দাসের শ্রাদ্ধানুষ্ঠান।
তাঁর সেবাধর্মী ভাবনার প্রতি সম্মান জানিয়েই এই উদ্যোগ নেয় সংস্থা। ওইদিন খাবার তৈরি করেন সংস্থার সদস্যরাই। ভাত ও নানা রকমের তরি- তরকারি ছাড়াও শেষ পাতে দই-মিষ্টিও ছিল। দেওয়া হয় একটি করে বিশুদ্ধ জলের বোতলও।
কর্মসূচিতে ছিলেন আসাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক চার্বাক , নেহেরু যুব কেন্দ্র, কাছাড় জেলা সংযোজক মেহবুব আলম লস্কর, প্রফেসর গুণাকর দাস, প্রয়াত পীযূষ দাসের পরিবারের পক্ষে কন্যা সিঞ্জিনি সৌহার্দ ও ড. দীপমালা দেব। তাছাড়া, নেতাজি ছাত্র যুব সংস্থার কেন্দ্রীয় কমিটির সভাপতি অশোককুমার দেব , দ্বিজেন দাস, ভাস্কর সোম, রাজদীপ দেব, দিলু দাস, বাপি আচার্য , অসীম ভট্টাচার্য, পূজা দাস, সর্বানী পাল কর সহ সংগঠনের অনেক সদস্য-সদস্যা।