NE UpdatesBarak UpdatesHappeningsBreaking News
শিক্ষা বিভাগের সিদ্ধান্ত সময়োপযোগী: বিদ্যার্থী পরিষদ
৮ জুন: বিনামূল্যে ছাত্র ভর্তির রাজ্য সরকারের সিদ্ধান্তকে সময়োপযোগী বলে উল্লেখ করেছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। সংগঠনের অসম প্রদেশ কমিটি শিক্ষামন্ত্রীর এই ঘোষণাকে স্বাগত জানিয়েছে। পরিষদের রাজ্য সম্পাদক রাকেশ দাসের কথায়, সারা বিশ্ব করোনা মহামারিতে প্রভাবিত। বর্তমানে সামাজিক, অৰ্থনৈতিক, শৈক্ষিক সব দিকেই অস্থিরতা বিরাজ করছে। এমন সময় রাজ্যের শিক্ষামন্ত্রী ড.হিমন্ত বিশ্বশর্মা সরকারি শিক্ষা-প্রতিষ্ঠানে এবছর ছাত্রভর্তি প্রসঙ্গে যে স্বস্তির ঘোষণা দিলেন, এব্যাপারে আলাদাভাবে বলতেই হয়। তাছাড়া, বই কিনতে আর্থিক সাহায্য, হোস্টেলের ছাত্র-ছাত্রীকে আর্থিক অনুদান সহ বাকি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোরও প্রশংসা করে সংগঠন।
রাজ্য সম্পাদক রাকেশ আরও বলেন, যে এ ধরনের অর্থনৈতিক অচল অবস্থার মাঝেও উচ্চতর মাধ্যমিক থেকে শুরু করে স্নাতকোত্তর (মেডিক্যাল ইঞ্জিনিয়ারিং, পলিটেকনিক সহ ) একশো শতাংশ বিনামূল্যে নামভর্তি, হোস্টেলে থাকা ছাত্রছাত্রীকে ১ হাজার টাকা অনুদান, পাঠ্যবই কেনার জন্য ১ হাজার টাকা সাহায্য ইত্যাদি সরকারি সিদ্ধান্তে সমাজের সব স্তরের পড়ুয়ারা উপকৃত হবেন।