NE UpdatesHappeningsBreaking News
অটো চলবে, যাত্রী ২ জন, বাসও চালাবে এএসটিসিAuto & rickshaw can ply in green zones in Assam but only with 2 passengers
৩ মে: লকডাউনের নতুন নির্দেশিকায় গ্রিন জোনে গাড়ি-রিকশা চলবে৷ তবে দূরত্ব বজায়ের কথা মাথায় রেখে অটো ও ই-রিকশা পেছনে ২জন যাত্রী বসাতে পারবেন৷ চালকের পাশে কাউকে বসানো যাবে না৷ চার চাকার বাহনেও চালক সহ ৩ জনই বসতে পারবেন৷ ওলা, উবেরের ক্ষেত্রে একই কথা৷ জানিয়েছেন রাজ্য সরকারের মুখপাত্র ড. হিমন্ত বিশ্ব শর্মা৷
তিনি বলেন, নতুন নিয়মে বাইকের পেছনে কাউকে বসানো যাবে না৷ মহিলা ও ১২ বছরের নীচে শিশুরা ছাড় পাবে৷ কিন্তু তাও একসঙ্গে ৩জন কোনওমতে হবে না৷
জেলার ভেতরে এবং বাইরে বাস চলাচলেরও অনুমতি দেওয়া হয়েছে৷ বাস চলবে ৫০ শতাংশ আসনে যাত্রী নিয়ে৷ একজনও যেন দাঁড়িয়ে না থাকে৷ এই কড়া নির্দেশের কথা শুনিয়ে শর্মা বেসরকারি বাস চলাচল নিয়ে আশঙ্কা ব্যক্ত করেন৷ বলেন, ‘এরা কতটা চালাতে পারবেন, সন্দেহ রয়েছে৷ তবে এএসটিসি চালিয়ে যাবে৷’
তিনি জানান, অরেঞ্জ জোনে নতুন নির্দেশিকা কার্যকর নয়৷ সেখানে কোনও বাস চলবে না৷ তবে ওই অঞ্চলের ওপর দিয়ে যেতে আপত্তি নেই৷ কিন্তু অরেঞ্জ জোনের মধ্যে কোথাও থামানো যাবে না৷
কেন্দ্রীয় তালিকায় ধুবড়ি, মরিগাঁও এবং গোয়ালপাড়াকে অরেঞ্জ জোন বলা হয়েছে৷ হিমন্তবাবুরা বঙ্গাইগাঁওয়েও তাতে যুক্ত করেছেন৷