India & World UpdatesBreaking News

করোনা মোকাবিলায় প্রয়োজনের চেয়ে বেশি প্রস্তুতি ভারতের: কেন্দ্র
In comparision to other countries, India is more prepared to fight corona: Govt

১২ এপ্রিল: আগাম প্রস্তুতি নেওয়ায় এখন পর্যন্ত বিশ্বের বাকি দেশগুলোর তুলনায় করোনা মোকাবিলায় এক ধাপ এগিয়ে রয়েছে ভারত। এমনটাই জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রক। কোভিড-১৯ প্রতিরোধে যতটা প্রয়োজন, তার চেয়েও বেশি প্রস্তুতি নেওয়া হচ্ছে দেশে। এই দাবি করেছেন স্বাস্থ্যমন্ত্রকের যুগ্ম সচিব লব আগরওয়াল। নিজের মতামতের পক্ষে একটি পরিসংখ্যানও দিয়েছেন যুগ্ম সচিব।

রবিবার লব আগরওয়াল জানান, প্রয়োজনের তুলনায় কোভিড-১৯ মোকাবিলায় বেড থেকে শুরু করে অনেক কিছুতেই আগেভাগে প্রস্তুত সরকার। বেড তৈরি আছে ১লক্ষ ৫ হাজার। বাড়ানো হচ্ছে আইসোলেশন বেডের সংখ্যাও। নিয়মিত প্রশিক্ষণ দেওয়া হচ্ছে চিকিৎসা পরিষেবায় যুক্ত স্বাস্থ্যকর্মীদের। যে কোনও পরিস্থিতি সামাল দিতে প্রশিক্ষিত কর্মীদের যাতে অভাব না হয়, সে দিকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।

যুগ্ম সচিব আগরওয়ালের কথায়, অবিলম্বে দেশের সব সরকারি ও বেসরকারি মেডিক্যাল কলেজে করোনা টেস্ট করার ব্যবস্থাও করছে সরকার। তাছাড়া, এইমস সহ ১৪টি মেন্টর মেডিক্যাল কলেজেও টেস্ট করার সুযোগ থাকবে।
এ দিকে আইসিএমআর-এর এদিনের তথ্য মতে, ২১৯টি ল্যবরেটরিতে হচ্ছে কোভিড-১৯ পরীক্ষা। এর মধ্যে ৬৮টি বেসরকারি। পরীক্ষার সংখ্যাও বেড়েছে। গত পাঁচ দিনে প্রায় ১৫ হাজার টেস্ট হয়েছে। নমুনা পরীক্ষা হয়েছে ১,৮৬,৯০৬টি। ৭,৯৫৩টির ক্ষেত্রে কোভিড-১৯ পজিটিভ এসেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker