NE UpdatesIndia & World UpdatesHappeningsBreaking News
দিল্লির নিজামুদ্দিনে অংশ নেওয়া আসামের বাসিন্দারা পার্শ্ববর্তী হাসপাতালে যোগাযোগ করুন, টুইট হিমন্তের
সমাবেশে যোগ দেওয়া অন্ধ্রপ্রদেশের ১৪ জনের দেহে ভাইরাস সংক্রমণ
৩১ মার্চ : দিলির নিজামুদ্দিন এলাকার একটি মসজিদে কিছুদিন আগে হওয়া একটি অনুষ্ঠান এ বার ভাইরাস সংক্রমণের ক্ষেত্রে নতুন করে চিন্তায় ফেলেছে বিভিন্ন রাজের সরকারকে। কারণ ওই সমাগমে অংশ নিয়েছেন দেশের বিভিন্ন রাজ্য থেকে অনেক ধর্মপ্রাণ মানুষ। সমাবেশ ছেড়ে আবার যে যার রাজ্যে ফিরেও গেছেন। এর প্রেক্ষিতে মঙ্গলবার এক টুইট বার্তায় রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা বলেন, দিল্লির হজরত নিজামুদ্দিনের তবলিগি জামাতের ধর্মীয় অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করেছিলেন, তাঁরা যেন খুব শীঘ্রই পার্শ্ববর্তী সরকারি হাসপাতালে এ বিষয়ে অবগত করেন। এই ব্যক্তিরা ১০৪ নম্বরে টেলিফোন করেও কথাটি জানাতে পারবেন।তাঁর এই আহ্বান সব্বাই গুরুত্ব সহকারে নেবেন বলেও তিনি টুইটে আশাপ্রকাশ করেছেন।
এদিকে এই ধর্মীয় অনুষ্ঠানে যোগ দেওয়া দু’হাজার জনকে ইতিমধ্যেই কোয়ারেন্টানে পাঠিয়েছে দিল্লি সরকার। তাছাড়া ওই এলাকার ১৭৫ জনের শরীরে করোনা ভাইরাসের জীবাণু রয়েছে কি না তা বিভিন্ন হাসপাতালে পরীক্ষা করা হয়েছে। অন্যদিকে, নতুন করে ১৭ জনের শরীরে করোনা ভাইরাসের জীবাণু পাওয়া গেছে বলে জানিয়েছে অন্ধ্রপ্রদেশ সরকার। এই ১৭ জনের মধ্যে ১৪ জন নিজামুদ্দিন এলাকার ওই ধর্মীয় সমাবেশে যোগ দিয়েছিলেন বলে জানিয়েছে সে রাজ্যের সরকার। বাকি তিনজনের মধ্যে একজন মদিনা থেকে ফিরেছেন। অন্য দুজন মক্কা ফেরত কর্নাটকের এক ব্যক্তির সংস্পর্শে এসেছিলেন।
প্রসঙ্গত, দিল্লির নিজামুদ্দিন এলাকার বাংলাওয়ালি মসজিদে গত ১৩ মার্চ থেকে ১৫ মার্চ পর্যন্ত সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সেখানে সৌদি আরব, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ইত্যাদি দেশ থেকে অতিথিরা উপস্থিত ছিলেন। তাঁদের সংস্পর্শে যারাই গিয়েছেন, তাঁদের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। ইতিমধ্যেই গোটা এলাকা সিল করে দেওয়া হয়েছে। এলাকায় নজরদারি চালাচ্ছে পুলিশ। মানুষের গতিবিধি দেখতে ড্রোনও ব্যবহার করা হচ্ছে বলে জানা গেছে।
জানা গেছে, ওই সমাবেশে যোগ দেওয়া অতিথিদের মধ্যে একজন গত সপ্তাহে করোনা সংক্রমণ হয়ে শ্রীনগরে মারা গিয়েছেন।বাকি অতিথিদের মধ্যে একজন ইন্দোনেশিয়া থেকে ও ৬ জন সৌদি আরব থেকে এসেছেন বলে জানা যায়। তাঁরা কোন কোন জায়গায় গিয়েছিলেন, তার খোঁজ নেওয়া শুরু হয়েছে। এছাড়া দেশের বিভিন্ন প্রান্ত থেকে অতিথিরা এই সমাবেশে যোগ দিয়েছিলেন।