Barak UpdatesBreaking News
Maharishi Vidya Mandir ultimately shuts school, postpone examsমহর্ষি বিদ্যামন্দিরেও ছুটি ঘোষণা, পরীক্ষা স্থগিত
১৬ মার্চ: সরকারি ঘোষণা মেনে নিয়ে শেষপর্যন্ত করোনা-ছুটি ঘোষণা করল মহর্ষি বিদ্যামন্দিরও৷ এই সময়ে বিভিন্ন ক্লাশের বার্ষিক পরীক্ষা চলছে৷ স্কুল কর্তৃপক্ষ জানিয়েছেন, ওইসব পরীক্ষা স্থগিত রাখা হয়েছে৷ এমনকী, ১৬ মার্চ যে সব পরীক্ষা গ্রহণের কথা ছিল, সেগুলিও হবে না বলে জানানো হয়েছে৷ তবে আগের দিন রাত পর্যন্ত কোনও সিদ্ধান্ত না জানানোয় পরীক্ষার্থী ও অভিভাবকদের চরম উৎকন্ঠায় সময় কাটে৷ অথচ সমস্ত সরকারি-বেসরকারি স্কুল রাতেই স্কুল ছুটি দিয়ে বার্ষিক পরীক্ষা স্থগিত বলে জানিয়ে দেয়৷
প্রসঙ্গত, রবিবার সকালেই সরকারি তরফে ব্যাপক প্রচার করা হয়, সোমবার থেকে সমস্ত সরকারি-বেসরকারি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ২৯ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে৷ তবে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের মত বোর্ডের পরীক্ষা, বিশ্ববিদ্যালয় নিয়ন্ত্রিত পরীক্ষা যথারীতি চলবে৷