Barak UpdatesBreaking News

নারকেল ভেঙে, শান্তির জল ছিটিয়ে রাস্তায় নামানো হল আমিনুলের অ্যাম্বুলেন্স
Ambulance donated to NGO Saksham by MLA Aminul Haque Laskar

আরএসএস-এর প্রান্ত প্রচারক বশিষ্ঠ বুজরবরুয়া নারকেল ভাঙলেন। পুরোহিত মন্ত্র আউড়ে শান্তির জল ছিটিয়ে দিলেন গাড়ির সামনে-পেছনে। তার পরই সবুজ পতাকা নাড়িয়ে হেলথ ভ্যানের যাত্রা শুরুর ইঙ্গিত দেওয়া হয়। সক্ষম নামের এনজিও-কে ভ্যানটি দিয়েছেন সোনাইর বিধায়ক আমিনুল হক লস্কর। তিনি নিজেও আজ শিলচর সিভিল হাসপাতালে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ছিলেন আরএসএস নেতা শশীকান্ত চৌথাইওয়ালে, জেলাশাসক এস  লক্ষ্মণন, ডা রাজদীপ রায়, অজিত ভট্টাচার্য, জিতেন সিংহ, শিশিরকুমার বিশ্বাস।

বিধায়ক আমিনুল জানান, সক্ষমকে হেলথ ভ্যান-টি তুলে দিতে পেরে তিনি গর্বিত। সক্ষমের কর্মকর্তা মিঠুন রায় জানান, প্রতিবন্ধীদের জন্য গাড়িটি খুব জরুরি হয়ে পড়েছিল। আমিনুলবাবু এগিয়ে আসায় বহু লোকের উপকার হবে। তাঁর কথায়, ্প্রতিবন্ধীদের নিয়ে তাঁদের কাজ অব্যাহত রয়েছে। তাদের হস্তনির্মিত সামগ্রী দিল্লিতে প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছে। ঠোঁটকাটা-তালুচেরা শিশু-কিশোরদের বিনা খরচে অস্ত্রোপচারেরও প্রস্তুতি চলছে। ১০০ শিশুকে বাছাই করে নিয়ে যাওয়া হবে বাঙ্গালোরে। এ ছাড়া, থ্যালেসেমিয়ায় আক্রান্তদের নিয়েও তাদের কাজ চলছে বলে মিঠুনবাবু জানান।

September 13: Amidst chanting of holy hymns and sprinkling of holy water by the priest, indication was given for starting the journey of the new ambulance by waving green flag. As a mark of auspiciousness coconut was broken by Basistha Bujbaruah ‘Pranth Pracharak’ of RSS. The ambulance was given to an NGO, named Saksham by MLA Sonai Aminul Haque Laskar. Mr. Laskar was also present during the occasion at Silchar Civil Hospital.

Also present during the occasion was RSS leader Sashi Kanth Chouthaiwale, Deputy Commissioner S. Lakshmanan, Dr. Rajdip Roy, Ajit Bhattacharjee, Jiten Singha and Sisir Kumar Biswas. Speaking during the occasion, MLA Laskar said that he felt honoured to donate the ambulance to Saksham.

 

Related Articles

Check Also

Close
error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker