Barak UpdatesBreaking News
ইস্যু গৌতম রায়, হাইলাকান্দি বিজেপি অফিসে ভাঙচুর
Gautam Roy issue, Hailakandi BJP office vandalised

১৩ আগস্টঃ গৌতম রায়কে দলে নেওয়ার ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভ-বিক্ষোভ মাথাচাড়া দিয়ে উঠেছে। মঙ্গলবার রাজ্য সাংগঠনিক সম্পাদক ফণীন্দ্রনাথ শর্মা ও বিশ্বরূপ ভট্টাচার্য হাইলাকান্দি দলীয় কার্যালয়ে গেলে দলের সাধারণ কর্মীরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। তাঁরা গৌতম রায় প্রসঙ্গে প্রশ্নবাণে জর্জরিত করে তোলেন দুই নেতাকে। তারা কোনও সদুত্তর দিতে পারেননি। শেষে শুরু হয় প্লাস্টিকের চেয়ার ভাঙা। প্রচুর চেয়ার ভেঙে ফেলে তারা । ক্ষুব্ধ দলীয় কর্মীরা বর্তমান জেলা সভাপতি সুব্রত নাথের অপসারণ দাবি করেন।
English text here