NE UpdatesBarak UpdatesBreaking News

ত্রিপুরার ১৭ টন আনারস যাচ্ছে দুবাইয়ে
Tripura flags off pineapple consignment to Dubai

২৩ জুলাই : ত্রিপুরার সুস্বাদু আনারস এ বার পাড়ি দিচ্ছে দুবাইয়ে। ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ১৭ টন আনারস দুবাইয়ে রপ্তানির ফ্ল্যাগ অফ করেন। গত বছরও ত্রিপুরার ১.৫ টন কুইন প্রজাতির আনারস দুবাইয়ে রপ্তানি করা হয়েছিল।

এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন, ২০২১ সালের মধ্যে ত্রিপুরায় আনারসের উৎপাদন ১.২৬ লক্ষ টন থেকে তিন লক্ষ টনে বৃদ্ধি করা হবে। উৎপাদিত এই আনারস দেশের বিভিন্ন রাজ্য ও অন্যান্য দেশে রপ্তানি করা হবে। রপ্তানি করা এই আনারসগুলো ৯ থেকে ১০ দিনের মধ্যেই দুবাই পৌঁছে যাবে। মুখ্যমন্ত্রী আরও বলেন, বাংলাদেশের সঙ্গে ত্রিপুরার প্রস্তাবিত জলপথের কাজ সম্পূর্ণ হলে আনারস ও অন্যান্য সামগ্রী রপ্তানির মূল্য আরও অনেক কমবে। ত্রিপুরায় কুইন প্রজাতির আনারসের উৎপাদন ২৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে বলে তিনি দাবি করেন।

তিনি রাজ্যের প্রতিটি ব্লকের কৃষকদের আনারসের উৎপাদন আরও বহুলভাবে করার আহ্বান জানান। তিনি এও বলেছেন, ভবিষ্যতে এ রাজ্য থেকে বিদেশে আরও অধিক পরিমাণে আনারস রপ্তানি হলে এ রাজ্যের কৃষকরা অনেক লাভবান হবেন। ত্রিপুরার কৃষি ও পরিবহণ মন্ত্রী প্রাণজিত সিং বলেন, একটি আনারসের মূল্য সাধারণত ৫ থেকে ১০ টাকা। কিন্তু রপ্তানির ক্ষেত্রে প্রতিটি আনারসের মূল্য গিয়ে দাঁড়ায় ১৫ টাকা। তিনি জানান, ইজরায়েল, বাহারিন ইত্যাদি বিভিন্ন দেশ ত্রিপুরা থেকে আনারস ক্রয় করার ক্ষেত্রে আগ্রহ ব্যক্ত করেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker