India & World UpdatesBreaking News
লেনদেনে সব মুদ্রাই নিতে হবে, কড়া রিজার্ভ ব্যাঙ্কCurrency of all denominations must be accepted, strict dictum by RBI
২৭ জুন : মুদ্রা নিয়ে যাবতীয় অভিযোগ উড়িয়ে দিল রিজার্ভ ব্যাংক৷ বাজারে বিভিন্ন মুদ্রার ব্যবহার নিয়ে ধোঁয়াশা কাটাল দেশের শীর্ষ এই ব্যাংক৷ জানিয়ে দেওয়া হয়েছে, লেনেদেনের ক্ষেত্রে বর্তমানে চালু সব মুদ্রাই সচল৷ আর তা সবাইকে গ্রহণ করতে হবে৷
শীর্ষ ব্যাংক জানিয়ে দিয়েছে, বিভিন্ন সময়ে নানা বিষয়ের উপর ভিত্তি করে মুদ্রা তৈরি করা হয়৷ তারপর তা বাজারে ছাড়া হয়৷ নতুন মুদ্রা বেশ কিছুদিন পুরনো হয়ে গেলে তা নিয়ে জল্পনা তৈরি হয়৷ বিভিন্ন অঞ্চলে সেই মুদ্রার লেনদেন বন্ধ হয়ে যায়৷ ফলে তৈরি হয় সংকট। বরাক উপত্যকায় দশ টাকার কয়েন নিয়ে গত কিছুদিন থেকে অনেক জল্পনা চলছে। বিশেষ করে শিলচরে এই কয়েন নিয়ে হাট-বাজারে গিয়ে সমস্যায় পড়েন সাধারণ মানুষ। জনগণ অভিযোগ করেন, অনেক সময় ব্যাঙ্কই নাকি ১০ টাকার কয়েন নিয়ে চায় না।
সমস্যা সমাধানে দেশবাসীর কাছে আবেদন জানায় রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া৷ অনেক সময় গ্রাহকরা বাতিল ভেবে মুদ্রা নিয়ে ব্যাংকে জমা দিতে গেলে তা নিতে অস্বীকার করে ব্যংকগুলি৷ বিপদে পড়তে হয় সাধারণ মানুষকে৷ রিজার্ভ ব্যাংকের নির্দেশ মুদ্রা ব্যাংক কর্তৃপক্ষ প্রত্যাখ্যান করতে পারবে না৷