Barak UpdatesBreaking News

মন্ত্রীর সামনেই পুরপ্রধান বললেন, স্মারক না মিউজিয়াম হবে, আমি কিছুই জানি না

১৯ মেঃ সর্বানন্দ সোনোয়াল নেতৃত্বাধীন অসম সরকার বরাক উপত্যকায় একটি ভাষাশহিদ স্মারক নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে। শীঘ্র সে কাজ শুরু হবে। রবিবার সকালে শিলচর রেলস্টেশনে ভাষাশহিদ স্টেশন শহিদ স্মরণ সমিতির অনুষ্ঠানে মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য এ কথা বলেন। অনুষ্ঠানে স্টেশনের নাম পরিবর্তন, মাতৃভাষার সঙ্কট, নাগরিকত্বের সমস্যা ইত্যাদি বিভিন্ন ইস্যু উঠে আসে। মন্ত্রী বলেন, স্টেশনের নাম পরিবর্তনের ব্যাপারে বেশ ক-বার তাঁরা মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। তিনি সায়ই জানিয়েছেন। কিছুদিনের মধ্যে আবারও কথা বলবেন। তিনি আশাবাদী, তাঁরা এই দফায় মন্ত্রিত্বে থাকা অবস্থাতেই শিলচর রেলস্টেশন ভাষাশহিদ স্টেশনে পরিণত হবে।

Pic Credit:Eagle

তবে শুরু থেকে বিভিন্ন বক্তা যেভাবে তাঁর সরকারকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছিলেন, একে অসত্য প্রমাণেই পরিমলবাবু টেনে আনেন ভাষাশহিদ স্মারকের (তিনি বলেছেন ভাষাশহিদ ন্যাস) কথা। পুরপ্রধান নীহারেন্দ্র নারায়ণ ঠাকুর তখন মঞ্চে বসা। পরে তাঁকে যখন বক্তৃতার জন্য আহ্বান জানানো হয়, তিনি মাইক্রোফোনের সামনে দাঁড়িয়েই বলতে শুরু করেন, মন্ত্রী যে কি স্মারক না মিউজিয়াম শিলচরে হবে বলেছেন, আমি এর কিছুই জানি না। আমাকে সরকার কিছুই জানায়নি। এমনকী, পুরসভার কাছে কোনও জমিও চায়নি।

তাঁর বক্তব্যে সবাই এ-ওর মুখের দিকে তাকান। ফিসফিসানি ভেসে আসে, এ তো বাজেটের ঘোষণা। কংগ্রেস নেত্রী সুস্মিতা দেব তখন মন্ত্রীর পাশেই বসা। চোখ ঠারিয়ে পরিমলবাবুর কাছে জানতে চান, কী বলছেন ওইসব! মন্ত্রী অবশ্য স্বভাবসিদ্ধ ঢঙে মুচকি হাসি দিয়ে এড়িয়ে যান।

পরে শিলচরের বিজেপি বিধায়ক দিলীপবাবুকে এ প্রসঙ্গে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, আমি নিজে ওই সভায় ছিলাম না। ফলে কে কী বলেছেন তাও জানি না। এ ছাড়া, তাঁদের দুইজনের কথার মধ্যে আমি কেন ঢুকব। তবে এ টুকু বলতে পারি, ভাষাশহিদ স্মারক বা মিউজিয়ামের জন্য গান্ধীবাগই উতকৃষ্ট জায়গা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker