Barak UpdatesHappeningsBreaking News
হাইলাকান্দিতে চার আসনে প্রার্থীর নাম ঘোষণা কংগ্রেসের

ওয়েটুবরাক, ১১ এপ্রিল : অবশেষে চারটি জেলা পরিষদ এবং কয়েকটি আঞ্চলিক পঞ্চায়েতে প্রার্থীর নাম ঘোষণা করল হাইলাকান্দি জেলা কংগ্রেস। রামচণ্ডী-নিমাইচান্দপুর জেলা পরিষদ আসনে জেলা কংগ্রেসের সভাপতি সামস উদ্দিন বড়লস্কর, নারায়ণপুর-বন্দুকমারা জেলা পরিষদ আসনে জুহি আক্তার চৌধুরি, কালীনগর-পাইকান জেলা পরিষদ আসনে নাসিমা ফেরদৌসি লস্কর, জামিরা-সাহাবাদ জেলা পরিষদ আসনে রুমানা বেগম তালুকদারকে দলের প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে।