Barak UpdatesHappeningsBreaking News
গুরুচরণ কলেজে ছাত্র দিবস উদ্যাপন

ওয়েটুবরাক, ৩১ মার্চ: গুরুচরণ কলেজে বোড়োফা উপেন্দ্রনাথ ব্রহ্মর ৬৯তম জন্মবার্ষিকী উপলক্ষে ছাত্র দিবস পালন করা হল। আজ সোমবার কলেজের কনফারেন্স হলে আয়োজিত এই অনুষ্ঠান প্রদীপ প্রজ্জ্বলন এবং বোড়োফার প্রতি পুষ্পাঞ্জলি অর্পণের মাধ্যমে শুরু হয়। স্বাগত বক্তব্য রাখেন কলেজের ছাত্র দিবস উদযাপন কমিটির আহ্বায়ক এবং নৃতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক ডঃ জন বসুমাতারী। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডঃ অপ্রতিম নাগ তাঁর ভাষণে বোড়োফার জীবন ও ঐতিহ্য সম্পর্কে নানা তথ্য তুলে ধরেন। ভূতত্ত্ব বিভাগের প্রধান চন্দন পাল চৌধুরীও এদিনের অনুষ্ঠানে সংক্ষিপ্ত ভাষণ দেন। তবে মূল আকর্ষণ ছিল ইতিহাস বিভাগের প্রধান রাজং নার্জারির আমন্ত্রিত বক্তৃতা। অধ্যাপক নার্জারি বোড়োফার সক্রিয়তার একটি বিস্তৃত রূপরেখা উপস্থাপন করেন এবং আসামের বোড়ো ও অন্যান্য সম্প্রদায়ের সামাজিক-সাংস্কৃতিক, শিক্ষাগত এবং রাজনৈতিক জীবনে তাঁর প্রভাব সম্পর্কে আলোকপাত করেন। নৃতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক ডঃ বামনকিরি রংপির ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।