Barak Updates
দু’ ঘণ্টায় ৯ বার ভূ-কম্পে কেঁপে উঠল দ্বীপNine quakes hit Andaman in 2 hours
১ এপ্রিলঃ সাতসকালে হঠাত করে আতঙ্কের পরিবেশ। দু’ঘণ্টার মধ্যে পরপর ন’টি ভূমিকম্প। কেঁপে উঠল আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ। সোমবার সকাল ৫টা ১৪ মিনিটে প্রথম কম্পনটি অনুভূত হয়। এর তীব্রতা ছিল রিখটার স্কেলে ৪.৯। এর কয়েক মিনিটের মধ্যে আরেকটি কম্পন, রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৫। এভাবে একটু পর পর কম্পনে সকালে ঘর থেকে বেরিয়ে আসেন মানুষ। অনেকেই ঘরে যেতে সাহস পাচ্ছিলেন না। শেষ কম্পনটি অনুভূত হয় সকাল ৬টা ৫৪মিনিটে যার কম্পনের তীব্রতা ছিল ৫.২।
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলোজি জানিয়েছে, দু’ঘণ্টার মধ্যে পরপর ন’টি ভূমিকম্পে বঙ্গোপসাগরের এই দ্বীপপুঞ্জ কেঁপে উঠলেও রিখটার স্কেলে তীব্রতার মাত্রা কম থাকায় ক্ষয়ক্ষতির পরিমাণ এড়ানো গেছে। রিখটার স্কেলে ভূকম্পনের তীব্রতা ছিল ৪.৭ থেকে ৫.২ এর মধ্যে। এজন্য কোনও সুনামি সতর্কতা জারি হয়নি বলে সিসমোলজি বিভাগ।
এমনিতেই ভূ-কম্পপ্রবণ এলাকা হিসেবে পরিচিত আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। তবে এত কম সময়ের ব্যবধানে পরপর ন’টি ভূমিকম্প এই প্রথম। যদিও দিনে দু-তিন বার ভূমিকম্প এখানে নতুন কিছু নয়।