Barak UpdatesHappeningsBreaking News
তামা-পিতল পরিষ্কার করতে এসে দেড় ভরির চেন নিয়ে পালাল প্রতারক

ওয়ে টু বরাক, ১৬ ফেব্রুয়ারি : গ্যাস স্টোভের বার্নার, তামার বাসনপত্র পরিষ্কার করার কথা বলে গৃহকর্ত্রীর গলার সোনার চেন নিয়ে পালাল দুই প্রতারক। ঘটনাটি ঘটেছে গত ১৩ ফেব্রুয়ারি, শিলচর রহমানপট্টিতে। শনিবার বাড়ির মালিক নীতীশচন্দ্র দত্ত মালুগ্রাম পুলিশ ফাঁড়িতে এজাহার দায়ের করার পর বিষয়টি সামনে এসেছে।
প্রতারিত পরিবারের এক সদস্য জানিয়েছেন, এ দিন দুপুর দুটো নাগাদ কপালে তিলক কাটা দুজন লোক তাদের বাড়িতে আসে। ওরা হিন্দিতে কথা বলছিল। তারা জানায়, গ্যাস স্টোভের বার্নার তারা পরিস্কার করে এক্কেবারে নতুনের মতো ঝকঝকে করে দেবে। কিন্তু গ্যাস স্টোভের বার্নার নতুন থাকায় ওই লোকেদের কথায় তারা গুরুত্ব দেননি। এরপরই প্রতারকরা বলে, তামার যেকোনও বাসনও তারা পরিস্কার করে দিতে পারে। ক্রমশ ওই বাড়ির লোকদের বিশ্বাস আদায় করতে প্রতারক দুজন বাড়ির ওয়ালে সাদা রঙের গুড়ো ঘষে দিয়ে বলে, তাদের কাছে এমন সব জিনিস রয়েছে, যা দিয়ে ওয়ালকেও ঝকঝকে করে তোলা যায়। এরপরই রুপোর কিছু আনতে বলে বাড়ির সদস্যদের।
ওই সময় গৃহকর্ত্রী ঘর থেকে বেরিয়ে এলে তাঁর গলায় থাকা সোনার চেনটি তাদের নজরে পড়ে। এক প্রতারক দৌড়ে তাঁর কাছে গিয়ে বলে, ওই চেনটিও তারা চকচকে করে দেবে। এভাবে ওই বয়স্ক মহিলার অমতেই তাঁর গলায় থাকা সোনার চেনে সাদা রঙের গুড়ো ঘষে দেয়। দেখা যায়, সত্যিই চেনের একটি অংশ পরিষ্কার হয়ে গেছে। এজাহারে উল্লেখ করা মতে, নীতীশবাবুর স্ত্রী তখন চেনটি গলা থেকে খুলে দেন। সঙ্গে সঙ্গে চেনটি একটি বাটিতে ডুবিয়ে সেটি পরিস্কার করতে শুরু করে। ঠিক ওই সময় মুহূর্তের মধ্যে গৃহকর্তার সামনেই লোকদুটো দৌড়ে চেন সহ সবকিছু নিয়ে পালিয়ে যায়। বাড়ির লোকজন তাদের পিছু ধাওয়া করেও আর নাগাল পাননি। পরিবারের দেওয়া তথ্যমতে, দেড় ভরি ওজনের সোনার চেন নিয়ে পালিয়েছে প্রতারকরা।
এ ঘটনায় ফের শহর শিলচরে প্রতারকদের দৌরাত্ম্যের বিষয়টি সামনে এসেছে। দুপুরবেলা নানা ধরনের ফন্দি এঁটে এই প্রতারকরা বাড়ি বাড়ি হানা দেয়। বাড়ির লোকজনের সামান্য অসাবধানতাকে কাজে লাগিয়ে এরা এভাবে সোনার গয়না হাতিয়ে গা ঢাকা দেয়। তবে পুলিশে এজাহার দায়ের করা হলেও এ খবর লেখা পর্যন্ত কাউকে গ্রেফতারের খবর নেই।