Barak UpdatesHappeningsBreaking News
শিলচর চার্চ রোডে সন্ধ্যারাতে চুরি, প্রচুর স্বর্ণালঙ্কার উধাও

ওয়েটুবরাক, ২১ জানুয়ারিঃ শিলচর চার্চ রোডে সন্ধারাতে বড়সড় চুরির ঘটনায় এলাকা জুড়ে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। পুলিশ খবর পেয়েই তদন্তে নেমেছে। কিন্তু এখনও চোর বা চুরির সামগ্রীর হদিশ মেলেনি।
আসাম বিশ্ববিদ্যালয়ের সহ-নিবন্ধক অংশুমান দত্ত পুলিশে এজাহার দিয়ে জানান, সোমবার রাত নয়টা নাগাদ তিনি বিশ্ববিদ্যালয় থেকে শিলচর চার্চ রোডের বাড়িতে নিজের বেডরুমে গিয়ে দেখেন, আলমারির তালা ভাঙা, ভেতরের জিনিসপত্র মেঝেতে পড়ে রয়েছে। কিছু বিছানায় ফেলা। লকার খোলা। চল্লিশ থেকে পঞ্চাশ ভরি সোনার অলঙ্কার চুরি হয়ে গিয়েছে। একটি ডায়মন্ড রিং এবং ২০ গ্রাম সোনার একটি কয়েনও ছিল, তাও নেই। দ্রুত তিনি পুলিশে খবর দেন। শিলচর সদর থানার ওসি সহ পুলিশ আধিকারিকরা রাতেই অংশুমান দত্তের বাড়িতে গিয়ে তদন্তের কাজ শুরু করেন। বাড়ির পরিচারিকা সহ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।
প্রসঙ্গত, অংশুমান দত্ত নাগরিক স্বার্থরক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক তথা শিলচর শহরের প্রতিষ্ঠিত ব্যক্তিত্ব হরিদাস দত্তের ভাইপো। একই বাড়ি তাদের। অংশুমান জানান, তাঁর ভাতিজির বিয়ের দিন-তারিখ পাকা হয়েছে। তাই সমস্ত স্বর্ণালঙ্কার তৈরি করে ঘরের আলমারিতে রেখেছিলেন। এখন সে সব খোয়া যাওয়ায় তারা প্রচণ্ড দুশ্চিন্তায়।