India & World UpdatesHappeningsBreaking News
রামদেবের বিরুদ্ধে জারি জামিনযোগ্য গ্রেফতারি পরোয়ানা

ওয়েটুবরাক, ২১ জানুয়ারি: বিভ্রান্তিকর বিজ্ঞাপন ছড়ানোর মামলায় রামদেবের বিরুদ্ধে জারি করা হল জামিনযোগ্য গ্রেফতারি পরোয়ানা। সোমবার তাঁর বিরুদ্ধে পরোয়ানা জারির নির্দেশ দিয়েছে কেরলের এক নিম্ন আদালত। রামদেবের পাশাপাশি সংস্থার অপর সহ-প্রতিষ্ঠাতা আচার্য বালকৃষ্ণের বিরুদ্ধেও এই জামিনযোগ্য গ্রেফতারি পরোয়ানা করা হয়েছে।
পতঞ্জলির অধীনস্থ দিব্য ফার্মাসির বিরুদ্ধে বিভ্রান্তিকর বিজ্ঞাপন ছড়ানোর অভিযোগ উঠেছে। ওই মামলায় গত ১৬ জানুয়ারি সশরীরে কেরলের পালাক্কড় আদালতে হাজিরা দেওয়ার কথা ছিল রামদেব এবং বালকৃষ্ণের। তাঁরা হাজিরা না দেওয়ার কারণে এই পরোয়ানা জারি করা হয়েছে। বস্তুত, দিব্য ফার্মেসির কিছু বিজ্ঞাপন ঘিরে কেরলের বিভিন্ন জায়গায় বেশ কয়েকটি ফৌজদারি মামলা রুজু হয়েছে। অ্যালোপ্যাথি-সহ আধুনিক চিকিৎসা ব্যবস্থাকে অবজ্ঞা করা এবং রোগ নিরাময়ের ক্ষেত্রে অপ্রমাণিত কিছু দাবি করার অভিযোগ রয়েছে সংস্থার বিরুদ্ধে। কেরলের কোড়িকোড়ের আদালতেও এ সংক্রান্ত একটি মামলা বিচারাধীন রয়েছে।