NE UpdatesHappeningsBreaking News
বাজপেয়ির জন্মদিনে অটল উদ্যানে প্রতিমূর্তি উদ্বোধন মুখ্যমন্ত্রীর
গুয়াহাটি, ২৫ ডিসেম্বর : প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত অটল বিহারী বাজপেয়ির জন্মদিন ২৫ ডিসেম্বর সুশাসন দিবস হিসেবে পালন করেছে বিজেপি। এ দিন প্রদেশ বিজেপির উদ্যোগে গুয়াহাটির বশিষ্ঠর মুখ্য কার্যালয়ে এবং মালিগাওয়ের অটল উদ্যানে স্মৃতিতর্পণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাজপেয়ি ভবনের অনুষ্ঠানে উপস্থিত থেকে মুখ্যমন্ত্রী প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। এ ছাড়া গুয়াহাটির মালিগাওয়ের অটল উদ্যানে মুখ্যমন্ত্রী অটল বিহারী বাজপেয়ির একটি পূর্ণাবয়ব মূর্তির উদ্বোধন করেন। সেইসঙ্গে তিনি বাজপেয়ির জীবনের ওপর আধারিত একটি প্রদর্শনীরও দ্বারোদ্ঘাটন করেন।
এই অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন প্রদেশ বিজেপি সভাপতি ভবেশ কলিতা। বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা বলেন, বাজপেয়ি গোটা দেশকে সমৃদ্ধ করে তুলেছিলেন। তিনি প্রগতির নতুন পথের সূচনা করেছেন। তাঁর আমলেই ডোনার মন্ত্রক গঠন করা হয়েছিল। মুখ্যমন্ত্রী বলেন, তিনি বিপদের সময় অসম বাসীর পাশে ছিলেন। অসমের সমস্যা সমাধান করার জন্যও তিনি দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন। এই অনুষ্ঠানে অন্যদের মধ্যে মন্ত্রী জয়ন্ত মল্লবরুয়া, ডাঃ রণোজ পেগু, অশোক সিংহল, নন্দিতা গারলোসা প্রমুখ উপস্থিত ছিলেন।