Barak UpdatesHappeningsBreaking News
স্ত্রী-কন্যা হত্যার অভিযোগে গাড়িচালক রইসুদ্দিন গ্রেফতার
ওয়েটুবরাক, ২১ ডিসেম্বর: স্ত্রী-কন্যাকে নিয়ে গাড়ি নদীতে ডুবে গেলে তিনি কোনক্রমে প্রাণে বেঁচে গিয়েছেন, এমনই বলছিলেন কাছাড় জেলার বুড়িবাইল এলাকার বাসিন্দা রইসুদ্দিন বড়ভুইয়া। তাঁর এই কথা মানতে রাজি হননি প্রয়াত হেলি বেগম বড়ভুইয়ার বাবার বাড়ির লোকজন। থানায় এজাহার দায়ের করেন। তদন্তে নেমে পুলিশ শুক্রবার রইসুদ্দিনকে গ্রেফতার করে। পুলিশ সুপার নোমল মাহাত্তা জানান, আদালতের নির্দেশে রইসুদ্দিনকে জেলে পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে তাঁরা নিশ্চিত, ১ বছরের শিশুকন্যা সহ হেলিকে তিনিই হত্যা করেছেন। অধিকতর তথ্যের জন্য তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মাহাত্তা বলেন, রইসুদ্দিন ভিন রাজ্যে গাড়ি চালান। মাঝেমধ্যে বাড়ি আসেন। তখনই স্ত্রীর সঙ্গে ঝগড়া বাঁধান। তাঁদের পারিবারিক কলহের পেছনে বড় অঙ্কের টাকার ব্যাপার রয়েছে বলেও জানান পুলিশ সুপার।