NE UpdatesAnalyticsBreaking News
বেসরকারি বিদ্যালয়ে ২৫ শতাংশ আসন দরিদ্র পড়ুয়াদের জন্য, শীঘ্রই পোর্টাল
গুয়াহাটি, ৩০ নভেম্বর : বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারের ছাত্র-ছাত্রীদের জন্য ২৫ শতাংশ আসন সংরক্ষণ করতে রাজ্য সরকার আগামী ২৫ ডিসেম্বরের মধ্যে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করবে। এর জন্য একটি পোর্টাল চালু করা হবে। দীর্ঘদিন ধরে রাজ্য সরকার এই বিষয়টিকে অবহেলা করে আসছিল। এবার গৌহাটি হাইকোর্ট এ নিয়ে একটি নির্দেশ জারি করেছে। জানা গেছে, আদালত শিক্ষা বিভাগকে শেষ সুযোগ হিসেবে ২৫ ডিসেম্বর ধার্য করেছে।
এই সময়সীমার মধ্যে শিক্ষা বিভাগ আদালতের দেওয়া নির্দেশ অনুযায়ী ওয়েব পোর্টাল কার্যকরী করতে হবে। উল্লেখ্য, We for Guwahati Foundation নামের একটি সংস্থা এই বিষয়ে আদালতে জনস্বার্থ সম্পর্কিত একটি আবেদন দাখিল করেছিল। ৩০/২০২৩ নম্বরে পঞ্জীয়ন হওয়া এই আবেদনের বেশ কয়েকটি শুনানির পর আদালত বিদ্যালয় শিক্ষা বিভাগকে আসন সংরক্ষণ সুনিশ্চিত করতে একটি ওয়েব পোর্টাল চালু করার নির্দেশ দিয়েছিল।
কিন্তু সেই নির্দেশ শিক্ষাবিভাগ কার্যকর না করে আদালতের কাছে একাধিকবার অতিরিক্ত সময় চাওয়া হয়েছিল। সাম্প্রতিককালে এই বিষয়ে একটি কার্যালয় নোটিশ জারি করা হয়। আদালতের প্রক্রিয়াটি যাতে স্থবীর না হয় সেজন্য বিদ্যালয় শিক্ষা বিভাগকে চূড়ান্ত সময়সীমা ধার্য করে দেয়। সেই অনুযায়ী শিক্ষা বিভাগকে নির্দিষ্ট সময়ের মধ্যে একটি পোর্টাল চালু করতে হবে।