India & World UpdatesHappeningsSportsBreaking News
নিলামে বিক্রি হওয়ার পর না খেললে শাস্তির মুখে পড়তে হবে বিদেশি ক্রিকেটারদের
ওয়েটুবরাক, ২৯ সেপ্টেম্বরঃ নতুন নিয়ম এল আইপিএলে। নিলামে বিক্রি হওয়ার পর না খেললে শাস্তির মুখে পড়তে হবে বিদেশি ক্রিকেটারদের।
শনিবার আইপিএল গভর্নিং কাউন্সিলের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, কোনও বিদেশি ক্রিকেটার যদি আইপিএলের মূল নিলামের তালিকায় নিজের নাম নথিবদ্ধ না করেন, তা হলে পরের বছরেও নিলামের তালিকায় তিনি নাম নথিবদ্ধ করতে পারবেন না। তাঁকে অযোগ্য বলে বিবেচিত করা হবে।
আরও বলা হয়েছে, কোনও বিদেশি ক্রিকেটার নিলামে বিক্রি হওয়ার পর প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ালে, তাঁকে সেই বছরের প্রতিযোগিতা এবং পরের বছরের নিলামেও নিজেকে নথিভুক্ত করতে পারবেন না। অর্থাৎ, তিনি দু’বছর আইপিএল খেলতে পারবেন না। এ ছাড়া বিদেশি ক্রিকেটারদের নিলামে নাম নথিভুক্ত করার সময় জানাতে হবে, তাঁকে কত দিন পাওয়া যাবে।
বিদেশি ক্রিকেটারদের একাংশের মধ্যে চোট ছাড়াও বিভিন্ন কারণ দেখিয়ে আইপিএল শুরুর আগে সরে দাঁড়ানোর প্রবণতা রয়েছে। এতে দলগুলি প্রতিযোগিতার শুরুতে সমস্যা পড়ে। বিরক্ত ফ্র্যাঞ্চাইজ়িগুলি ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কাছে সুরাহার আর্জি জানিয়েছিল। বিদেশ ক্রিকেটারদের এই প্রবণতা রুখতে নতুন নিয়ম করা হয়েছে।