NE UpdatesAnalyticsCulture
নভেম্বরে ৮ হাজার শিল্পীর অংশগ্রহণে ঝুমুর নৃত্য আসামে
গুয়াহাটি, ৩১ জুলাই : গত বছর রেকর্ড সংখ্যক শিল্পীর অংশগ্রহণে বিহু নৃত্যের পর এ বার মেগা ঝুমুর নৃত্যের প্রস্তুতি নিচ্ছে আসাম সরকার। আগামী নভেম্বর মাসে ৮ হাজার শিল্পী একসঙ্গে ঝুমুর নৃত্য পরিবেশন করবেন। মূলত চা জনজাতি সম্প্রদায়ের সংস্কৃতিকে তুলে ধরতেই এই বড় পদক্ষেপ।
বুধবার সাপ্তাহিক ক্যাবিনেট বৈঠকের শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা জানান, আগামী ২০ নভেম্বর এই ঝুমুর নৃত্য পরিবেশিত হবে। গত দুদিনে জেলাশাসকদের সম্মেলনে এ বিষয়টি আলোচনা করা হয়েছে। তিনি জানান, একই স্টেডিয়ামে একটি বড়মাপের ঝুমুর নৃত্য আয়োজন করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। রাজ্যের সব জেলার প্রায় ৮০০ চা বাগান থেকে মোট ৮ হাজার শিল্পী এতে অংশগ্রহণ করবেন।
মুখ্যমন্ত্রী জানান, এই বিশাল প্রদর্শনের জন্য একটি গান ইতিমধ্যেই তৈরি করা হয়েছে। আগামী কয়েক দিনের মধ্যেই এই গানটি রিলিজ করা হবে। মুখ্যমন্ত্রী বলেন, এ নিয়ে জেলাশাসকদের সঙ্গে আলোচনা করা হয়েছে। তাছাড়া বিহু নৃত্য প্রদর্শনের সময় যেসব অসুবিধা দেখা গিয়েছিল, সেগুলো যাতে কাটিয়ে ওঠা যায়, সে ব্যাপারে কথাবার্তা হয়েছে।