India & World UpdatesHappeningsBreaking News
মোদির শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন হাসিনা-রনিল
ওয়েটুবরাক, ৬ জুন : নরেন্দ্র মোদির শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমসিঙ্ঘে। পড়শি দুই দেশের রাষ্ট্রপ্রধানকে ফোন করে শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকার আমন্ত্রণ জানিয়েছেন মোদি নিজেই।
ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে, নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দহাল প্রচণ্ড এবং মরিশাসের প্রধানমন্ত্রী প্রবীন্দ জুগনথ শপথগ্রহণ অনুষ্ঠানের আমন্ত্রণ পেয়েছেন। বুধবার মোদি শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে ফোন করে আমন্ত্রণ জানান। খবরের সত্যতা স্বীকার করে নিয়ে শ্রীলঙ্কার প্রেসিডেন্টের সচিবালয়ের তরফে জানানো হয়, মোদি নিজে ফোন করে শপথগ্রহণ অনুষ্ঠানে হাজির থাকার জন্য বিক্রমসিঙ্ঘেকে আমন্ত্রণ জানিয়েছেন।
বুধবার হাসিনাকেও ফোন করেন মোদি। অন্য রাষ্ট্রপ্রধানদের মধ্যে হাসিনাই প্রথম মোদিকে তৃতীয় বার জয়ের জন্য অভিনন্দন জানিয়েছিলেন। বৃহস্পতিবার আনুষ্ঠানিক ভাবে রাষ্ট্রপ্রধানদের কাছে আমন্ত্রণ পৌঁছবে। তবে মোদি এবং তাঁর মন্ত্রিসভার সদস্যরা কবে শপথ নেবেন, সরকারি ভাবে এখনও জানানো হয়নি। অনুমান করা হচ্ছে, আগামী শনি কিংবা রবিবার রাষ্ট্রপতি ভবনে শপথ নেবেন মোদি৷