NE UpdatesHappeningsBreaking News
ধেমাজি বিস্ফোরণ মামলায় অভিযুক্তদের খালাস করল হাই কোর্ট
ওয়েটুবরাক, ২৫ আগস্ট : ধেমাজি বোমা বিস্ফোরণের মামলায় সব অভিযুক্তকে খালাস করল গুয়াহাটি হাইকোর্ট। উপযুক্ত সাক্ষীর অভাবে এবং তদন্তে অসঙ্গতির দরুন দোষমুক্ত করা হয় সবাইকে৷
২০০৪ সালে স্বাধীনতা দিবসে অনুষ্ঠান চলার সময়ে ধেমাজিতে ওই বিস্ফোরণ হয়। ধেমাজির কলেজ মাঠে ওই ঘটনায় মারা গিয়েছিল ১৮ জন। মৃতদের বেশির ভাগই ছিল শিশু।
ওই ঘটনায় ৬ জনকে দোষী সাব্যস্ত করেছিল ধেমাজির জেলা এবং দায়রা আদালত। দীপাঞ্জলি বড়গোঁহাই, মুহি সন্দিকৈ, যতীন দুবরি এবং লীলা গগৈকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। সেই সঙ্গেই তাদের ১০ হাজার করে জরিমানা করাও হয়। প্রশান্ত ভূঁইয়া এবং হেমেন গগৈকে চার বছরের কারাদণ্ড এবং ২ হাজার টাকা করে জরিমানা করে ধেমাজির জেলা এবং দায়রা আদালত৷ ওই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে গুয়াহাটি হাইকোর্টের দ্বারস্থ হয় অভিযুক্তরা। বৃহস্পতিবার এরই রায় দিল হাই কোর্ট৷