Barak UpdatesHappenings

বাংলা সাহিত্য সভার রামকৃষ্ণনগর শাখায় সভাপতির দায়িত্বে রঞ্জিত নাথ

ওয়ে টু বরাক, ২১ আগস্ট : বাংলা সাহিত্য সভা অসমের রামকৃষ্ণনগর শাখার এক বিশেষ সভা রবিবার রামকৃষ্ণ বিদ্যাপীঠে অনুষ্ঠিত হয়েছে। এই সভায় রামকৃষ্ণনগর শাখার সভাপতি অসিত চক্রবর্তীকে রাজ্য সমিতির সাংগঠনিক সম্পাদক (বরাক উপত্যকা) রূপে মনোনীত হওয়ার জন্য সম্মাননা প্রদান করা হয়। এর পাশাপাশি উপ-সভাপতি তাপস পালকে রাজ্য শিল্পী পুরস্কার (২০২০) প্রাপ্তির জন্য সংবর্ধনা প্রদান করা হয়। এই বিশেষ দিনে সভাপতি অসিত চক্রবর্তী পদত্যাগ করেন এবং উপ-সভাপতি রঞ্জিত নাথকে সভাপতির দায়িত্ব অর্পণ করা হয়। তিনি শাখার বর্তমান কার্যকাল পর্যন্ত এই দায়িত্ব পালন করবেন।

এই সভায় বিশেষ অতিথি রূপে উপস্থিত ছিলেন রাজ্য সমিতির সহকারী সাধারণ সম্পাদক সন্দীপন দত্ত পুরকায়স্থ। সভার প্রথমেই ভারতমাতা ও বাগদেবীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ এবং প্রদীপ প্রজ্জ্বলনের পর রামকৃষ্ণনগর শাখার সাধারণ সম্পাদক শশবিন্দু দে সবাইকে সাদর আমন্ত্রণ জানিয়ে সভার সূচনা করেন। সম্পাদক নিজের বক্তৃতার মাধ্যমে বাংলা সাহিত্য সভা অসমের আদর্শ ও সমাজ কল্যাণকামী উদ্দেশ্য সম্পর্কে আলোচনা করেন। রাজ্য সহকারী সাধারণ সম্পাদক সন্দীপন দত্ত পুরকায়স্থ কিভাবে বাংলা সাহিত্য সভা তার জন্মলগ্ন থেকেই বাঙালিদের সত্ত্বা রক্ষার জন্য এবং বরাক-ব্রহ্মপুত্রের মধ্যে সাঁকো তৈরির জন্য দিবারাত্র উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে সে নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

সভায় উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব তথা শাখার উপদেষ্টা বিশ্বতোষ সেন, বিশিষ্ট শিক্ষাবিদ অরুণ চৌধুরী, অরুণ চ্যাটার্জী , রনশীর কর, রামকৃষ্ণ বিদ্যাপীঠের প্রধান শিক্ষক শরদিন্দু নাথ মজুমদার সহ আরও অনেকে। সাংগঠনিক সম্পাদক অসিত চক্রবর্তী নিজ বক্তৃতার মাধ্যমে সবাইকে বর্তমান সময়ে বাংলা ও বাঙালির অস্তিত্ব রক্ষার লড়াইয়ে একত্রিত হওয়ার জন্য অনুপ্রাণিত করেন।

সভায় শাখার শুভান্যুধায়ী রূপে জড়িত হলেন বিশিষ্ট শিক্ষাবিদ সঞ্জীব দাস, শীলা কর, স্মরজিত বিশ্বাস, রিঙ্কু রায়, রনশীর কর, বিশ্বজিৎ নাথ, বিশ্বজিৎ দে, প্রসেনজিৎ দাস প্রমুখ। সভা শেষে শাখার বিদ্যায়তনিক সমিতিরও একটি রূপরেখা গঠন করা হয়। এই দিনের বিশেষ সভায় পৌরাহিত্য করেন রঞ্জিত নাথ। শাখার পক্ষ থেকে উপস্থিত ছিলেন সহ-সম্পাদিকা সঞ্চিতা নাগ, সাংস্কৃতিক সম্পাদিকা মৌমিতা শ্যাম, কোষাধ্যক্ষ বিপ্রেশ রঞ্জন কর, দ্বীপায়ন দে, কার্যকরী সহযাত্রী ধনঞ্জয় নাথ, জয়ন্ত শ্যাম চৌধুরী প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker