NE UpdatesAnalyticsBreaking News
২ অক্টোবর থেকে আসামে ১ লিটারের কম জলের বোতলে নিষেধাজ্ঞা
গুয়াহাটি, ২২ জুলাই : দূষণ নিয়ন্ত্রণে এবার বড়সড়ো পদক্ষেপ নিল রাজ্য সরকার। আগামী ২ অক্টোবর থেকে এক লিটারের কম জলের বোতলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। শুক্রবার রাতে অনুষ্ঠিত কেবিনেট বৈঠকে এ সংক্রান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা।
মুখ্যমন্ত্রী এদিন বলেছেন, অসম সরকার রাজ্যের প্রতিটি শহরে নালা নর্দমা সাফাই করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু এক্ষেত্রে ছোট ছোট প্লাস্টিকের বোতল মারাত্মক সমস্যা সৃষ্টি করছে। এইসব বোতল নালায় পড়ে থাকার জন্য নিষ্কাশন ব্যবস্থা ব্যাহত হচ্ছে। এই অসুবিধা থেকে মুক্তি পাওয়ার জন্য সরকার সিঙ্গল ইউজ প্লাস্টিকের বোতলে নিষেধাজ্ঞা আনতে বাধ্য হয়েছে।
মুখ্যমন্ত্রী বলেন, আগামী ২ অক্টোবর থেকে এই নিষেধাজ্ঞা রাজ্যে কার্যকর হচ্ছে। ব্যবসায়ীদের প্রতি মুখ্যমন্ত্রী বলেছেন, তাদের কাছে এক লিটারের কম পরিমাণের যে জলের বোতল রয়েছে, সেগুলো সময়ের আগে বিক্রি করে দিতে অথবা এগুলো তারা অন্য রাজ্যে পাঠানোর ব্যবস্থাও করতে পারেন। মুখ্যমন্ত্রী আরও জানান, আগামী বছরের অক্টোবর থেকে ২ লিটারের কম জলের বোতলেও একইভাবে নিষেধাজ্ঞা আরোপ করা হবে। মুখ্যমন্ত্রী বলেন, আগামীতে ফলের রসের ছোট বোতল বা অন্যান্য বোতলের ক্ষেত্রেও নিষেধাজ্ঞা আরোপ করার কথা ভাবছে সরকার।