Barak UpdatesHappeningsBreaking News
বদরপুরের প্রাক্তন বিধায়ক রামেন্দ্র দে প্রয়াত
ওয়েটুবরাক, ২ জুলাইঃ বদরপুরের প্রাক্তন বিধায়ক, সিপিএম নেতা রামেন্দ্র দে আর নেই। বার্ধক্যজনিত কারণে রবিবার বিকাল চারটায় করিমগঞ্জ সিভিল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। বয়স হয়েছিল ৮২ বছর। রেখে গেছেন স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে, জামাতা, দুই পুত্রবধূ, ছয় নাতি-নাতনি সহ অসংখ্য গুণমুগ্ধদের৷ দুইবারের বিধায়ক রামেন্দ্র দে মরণোত্তর দেহদানের অঙ্গীকার করে গিয়েছেন৷ সেই মতো সোমবার সকালে তাঁর দেহ শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে দান করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গিয়েছে।
সুবক্তা রামেন্দ্র দে বদরপুর থেকে ১৯৭৮ ও ১৯৮৫ সালের নির্বাচনে জয়ী হয়ে বিধায়ক ছিলেন।
সিপিএম সহ বিভিন্ন বাম দলের মৃত্যুতে শোক ব্যক্ত করা হয়েছে। শোক প্রকাশ করেছে সক্রিয়পন্থী প্রবীণ নাগরিক মঞ্চও। তাঁর সংগ্রামী চরিত্র এবং ন্যায়নীতির কথাই আজ বদরপুর সহ করিমগঞ্জ জেলায় চর্চা হচ্ছে।